সিনহুয়া বার্তার প্রকাশিত ২০১৭ সালের শেরা দশটি খবর
  2018-01-08 15:32:43  cri

২. 'প্যারিস চুক্তি' থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনসংক্রান্ত 'প্যারিস চুক্তি' থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ সিদ্ধান্তে দেশটির নানা মহলে সমালোচনা ও বিরোধিতা সৃষ্টি হয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এবং ৬০ জনেরও বেশি মেয়র এ সিদ্ধান্তের সমালোচনা করেন।

ওবামা বলেন, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র 'ভবিষ্যত নাকচ করা' দেশগুলোর মধ্যে অন্যতমে পরিণত হবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এক বিবৃতিতে বলেন, বিভ্রান্ত হয়ে ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হাস্যকর সিদ্ধান্ত নিয়েছেন। ক্যালিফোর্নিয়া এর বিরোধিতা করে এবং তাঁর রাজ্য স্থানীয় সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ পরিচালনা করবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ৬০টিরও শহরের মেয়র এক যৌথ বিবৃতিতে বলেন, ট্রাম্পের এ কর্মকাণ্ডে তাঁরা অসন্তুষ্ট। তাদের শহরের ৩ কোটি ৬০ লাখ মার্কিন নাগরিক প্যারিস চুক্তির প্রতিশ্রুতি গ্রহণ ও পালন করে যাবে। এ ৬০টিরও বেশি শহরের মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, সল্ট লেকসহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহর।

মেয়ররা মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মার্কিন এ শহরগুলো বিশ্বের সঙ্গে যোগাযোগ জোরদার করে যৌথভাবে পৃথিবী রক্ষা করবে এবং ভয়াবহ দুর্যোগে জড়িত জলবায়ু পরিবর্তন মোকাবিলা করবে।

1  2  3  4  5  6  7  8  9  10  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040