সিনহুয়া বার্তার প্রকাশিত ২০১৭ সালের শেরা দশটি খবর
  2018-01-08 15:32:43  cri

৫. উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উত্ক্ষেপণ করায় কোরিয় উপদ্বীপের পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়েছে (৩ সেপ্টেম্বর)

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, উত্তর কোরিয়া আন্তর্জাতিক সমাজের বিরোধীতার কথা চিন্তা না করে আবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। চীন সরকার এর দৃঢ় বিরোধীতা করে এবং প্রবল নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা রক্ষা এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে চীনের দৃঢ় অবস্থান এবং তা আন্তর্জাতিক সমাজের সাধারণ ইচ্ছা। চীন উত্তর কোরীয়াকে কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণে আন্তর্জাতিক সমাজের দৃঢ় ইচ্ছা সম্মান করে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব পালন করার তাগিদ দেয়। পরিস্থিতি আরো অবনতি করার যেকোন আচরণ বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যা মোকাবিলার পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

1  2  3  4  5  6  7  8  9  10  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040