ম্যারি ওয়ালশ: মিকি মাউসের সংরক্ষণকারী যিনি
  2016-01-14 20:32:36  cri

'হ্যাঁ, অবশ্যই আমি ভালোভাবে তার যত্ন নিচ্ছি'। ম্যারি এভাবে ছেলেদের প্রশ্নের উত্তর দেন। তার গ্রুপে একদল মানুষ দিনভর সংগ্রহীত পণ্যের যত্ন নেন। সব পাণ্ডুলিপি এন্টি-অ্যাসিড উপাদান নিয়ে তৈরি এক একটি বক্সে সংগ্রহ করা হয়। প্রত্যেক বক্সে তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য ১১টি সাজসজ্জা রয়েছে।

ম্যারির সঙ্গে সংবাদদাতারা 'ব্যাম্বি' বিষয়ক পাণ্ডুলিপির অংশে চলে এসেছেন। এবারে চীনে আয়োজিত এই প্রদর্শনীর মোট চারটি অংশ রয়েছে। সেগুলো হলো, মৈত্রী, সাহস, পরিবার ও ভালোবাসা। 'ব্যাম্বি'সংক্রান্ত পাণ্ডুলিপি নিঃসন্দেহে মৈত্রী অংশে স্থান পেয়েছে।

হুয়াং ছি ইয়াও সাহেব চীনা বংশোদ্ভূত একজন মার্কিন শিল্পী। তিনি 'ব্যাম্বি'র ছবি নিয়ে কাজ করেন। ডিজনি এই প্রথমবারের মতো চাইনিজ চিত্রকলার স্টাইল সৃষ্টির চেষ্টা করলো। ম্যারি জনাব হুয়াংয়ের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে বলেন।

জনাব হুয়াং ছি ইয়াওয়ের বয়স এখন ১০৪ বছর। তিনি সমুদ্রের পাশে বাস করেন। প্রতি রোববার তিনি একবার করে ঘুড়ি ওড়ান এবং প্রতিদিন তিনি ছবি আঁকেন।

হুয়াং ছি ইয়াও'র মতো প্রতিভাবান শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখা ম্যারির অন্যতম একটি কাজ। কয়েক বছর আগে ম্যারি ও তার সহকর্মীরা হুয়াং ছি ইয়াও'র এক সাক্ষাত্কার নেন। হুয়াং ছি ইয়াও'র স্মৃতিচারণে 'ব্যাম্বি' সৃষ্টির কাহিনী এসব পাণ্ডুলিপির মতো প্রাণবন্ত হয়ে ওঠে।

ম্যারি জোর দিয়ে বলেন, 'শুধুমাত্র পাণ্ডুলিপি সংরক্ষণ করা ছাড়াও, শিল্পীদের সেই সময় চিত্র রচনার প্রক্রিয়া বজায় রাখতে হবে।'

ডিজনি কোম্পানিতে শিল্পীদের জন্য ম্যারি পরামর্শ সেবা দিয়ে থাকেন। শিল্পীরা সৃষ্টির অনুপ্রেরণা না পেলে তারা কার্টুন গবেষণা কেন্দ্রে সাহায্যের জন্য যান। সেখানে ম্যারি ও তার গ্রুপ শিল্পীদের সঙ্গে কাজ করেন এবং সৃষ্টিশৈলী এবং চরিত্র নিয়ে গবেষণা করেন। ম্যারি ও তার গ্রুপের সহায়তায় এসব শিল্পী সৃষ্টির অনুপ্রেরণা ফিরে পান।

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040