ম্যারি ওয়ালশ: মিকি মাউসের সংরক্ষণকারী যিনি
  2016-01-14 20:32:36  cri



ডিজনির কথা উল্লেখ করলে আপনার মাথায় কি ভেসে ওঠে? শিশুদের প্রিয় থিম পার্ক, কার্টুন চলচ্চিত্রের এক একটি জীবন্ত চরিত্র, আকর্ষণীয় খেলা, বই বা অন্য কোনো কিছু, তাই না? যদি ডিজনি সম্পর্কে আপনি কিছুই না জানেন, তাহলে অবশ্যই আপনি মিকি মাউসকে চেনেন, তাই না? কারণ, এ চরিত্রটি চোখে পড়েনি, এমন মানুষ বোধ হয় নেই। মিকি কার্টুনটি আশাবাদী ও উন্মুক্ত। অন্যদের সঙ্গে মেলামেশার সময় সে শিশুর মতো সহজ, সরল ও আন্তরিক।

আজকের আলোছায়া অনুষ্ঠানে আমি যে নারীর সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই, তিনি ডিজনির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি হচ্ছেন ম্যারি ওয়ালশ।

বলা যায়, 'ডিজনির জীবন্ত অভিধান' এই খেতাব ম্যারি ওয়ালশের জন্য উপযুক্ত। তিনি সমৃদ্ধ ও জীবন্ত কল্পনা তৈরির এ কোম্পানিতে টানা ২১ বছর ধরে কাজ করছেন। ১৯৯৪ সালে যখন 'দ্যা লায়ন কিং' (The Lion King) নামে ওয়াল্ট ডিজনির কার্টুন চলচ্চিত্র প্রদর্শিত হয়, তখন তিনি এ কোম্পানিতে যোগ দেন। প্রশাসনিক পদ থেকে কোম্পানিতে কাজ শুরু করেন এবং মাঝে মাঝে নতুন সহকর্মীদেরকে ডিজনির ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

১৩ বছর পর তিনি ডিজনির কার্টুন গবেষণা কেন্দ্রের দায়িত্ব পান। তখন থেকে ম্যারি ও তার ২২ জন সহকর্মী ডিজনির ৬ কোটি ৫০ লাখেরও বেশি অ্যানিমেশন পাণ্ডুলিপি পরিচালনা করেছেন।

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040