ম্যারি ওয়ালশ: মিকি মাউসের সংরক্ষণকারী যিনি
  2016-01-14 20:32:36  cri

কিছুদিন আগে ম্যারি ৬ কোটি ৫০ লাখেরও বেশি অ্যানিমেশন পাণ্ডুলিপির মধ্যে থেকে ৩০০টিরও বেশি পাণ্ডুলিপি নিয়ে চীনে আসেন। তার উদ্যোগে চীনে 'ডিজনির জীবনের চিত্র' শিরোনামে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ডিজনির পাণ্ডুলিপি এই প্রথমবারের মতো চীনে প্রদর্শন করা হচ্ছে। এর আগে ডিজনির পাণ্ডুলিপি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। তিন বছর আগে ডিজনির প্রধান ক্রিয়েটিভ কনসালটেন্ট তাকে বলেন, আমরা প্রদর্শনী নিয়ে চীনে যাবো। কেমন?

ম্যারি তার এ প্রস্তাবে রাজি হন। ২০১২ সালে ম্যারি ও তার গ্রুপ এবারের প্রদর্শনীর সংশ্লিষ্ট প্রস্তুতি শুরু করেন। একটি আলোচ্য বিষয় বেছে নেওয়া, মনোযোগ দিয়ে প্রদর্শনীর পাণ্ডুলিপি বাছাই করা এবং চীনের জাতীয় জাদুঘরের সঙ্গে যোগাযোগ করা প্রভৃতি বিষয়ে কাজ করেন তিনি। দেড় বছর আগে ম্যারি ও তার গ্রুপ প্রথমবারের মতো শাংহাইয়ে এ কাজের সঙ্গে সম্পৃক্ত চীনা কর্মীদের সঙ্গে দেখা করেন।

ট্র্যাসি নামে একজন চীনা কর্মী সংবাদদাতাকে বলেন, ম্যারি ভোর ৫টায় পেইচিংয়ে আসেন। একটু বিশ্রাম নেওয়ার পর তিনি আমাদের সঙ্গে প্রদর্শনী স্থলে গিয়ে কাজ করা শুরু করেন। তিনি প্রদর্শনীতে প্রতিটি পণ্যের ট্যাগ এবং তা রাখার স্থান মনোযোগ দিয়ে চেক করেন।

ম্যারির সহকর্মী বলেন, ৬ কোটি ৫০ লাখেরও বেশি পাণ্ডুলিপি সংগ্রহ করায় কারণে ম্যারিকে অত্যন্ত কঠিন মানুষ হিসেবে মনে হয়। ডিজনির অন্যান্য চটকদার শিল্পীদের তুলনায় তিনি একটু ভিন্ন ধরনের।

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040