ম্যারি ওয়ালশ: মিকি মাউসের সংরক্ষণকারী যিনি
  2016-01-14 20:32:36  cri

তবে চীনা সংবাদদাতা এবং ডিজনির ভক্তদের সঙ্গে ম্যারি নম্র ও স্নেহশীল হয়ে ওঠেন। তার কথা বলার গতিও ধীর হয়ে যায়।

'আমরা এখান থেকে শুরু করি'। প্রদর্শনীর উদ্বোধনী দিনে ম্যারি একজন পথনির্দেশক হিসেবে সংবাদদাতাদের বোঝানো শুরু করেন।

ম্যারি বলেন, ১৯২৮ সালে মিকি মাউসের সেই পাণ্ডুলিপি থেকেই সব শুরু। 'যেন জনাব ওয়াল্ট ডিজনির যা কিছু বলার, সবকিছু এই মাউস থেকেই শুরু।'

হঠাত্ এক সংবাদাদাতা ক্যামেরা নিয়ে ছবি তোলার চেষ্টা করেন। ম্যারি বেশ গম্ভীরভাবে তাকে থামিয়ে দিয়ে বলেন, ফ্ল্যাশ ব্যবহার করবেন না প্লিজ। এতে পাণ্ডুলিপি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ম্যারির এক জোড়া যমজ ছেলে তার মার আচরণ নিয়ে অনেক সন্তুষ্ট। কারণ ছেলেরা মনে করে, মার কাজ হলো 'মিকিকে' সংরক্ষণ করা। ম্যারির দুই ছেলে হলো মিকির সুপার ভক্ত। মা চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে এবং মাঝে মাঝে বিশ্বের বিভিন্ন দেশে সফরে যান। তবে দুই ছেলে তার মার কাজকে সমর্থন করে। ফোনে দুই ছেলে এভাবে মাকে জিজ্ঞাস করো যে, মা, আজ তুমি কি ভালোভাবে মিকির যত্ন করেছো ?

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040