v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-18 16:04:43    
চীনের একাদশ উ ছিয়াও আন্তর্জাতিক এক্রোবেটিক্স উত্সব সমাপ্ত

cri

    এক্রোবেটিক্স চীনের একটি লোকশিল্প । লোকশিল্প রক্ষার জন্য গত কয়েক বছরে চীন সরকার লোকশিল্পের উত্তরাধিকারদের সাহায্য করার অনেক ব্যবস্থা নিয়েছে । সরকারের আর্থিক সহায়তায় ৬৩ বছর বয়সের ওয়াং পাও হে চীনের প্রাচীন এক্সোবেটিক্সের ওপর গবেষণা করছেন । তিনি প্রাচীন উ ছিয়াও এক্রবেটিক্সের একজন উত্তরাধিকারী । তিনি বলেন , চীনের প্রাচীন এক্রবেটিক্সের বৈশিষ্ট্য হল অনুষ্ঠানের স্থানের কোনো সীমাবদ্ধতা থাকবে না , যে কোনো স্থানে অনুষ্ঠান করা যায় এবং কোনো সরঞ্জাম ছাড়া অনুষ্ঠান করা যায় । সরকার আমাকে চীনের প্রাচীন এক্রোবেটিক্সের উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করেছে । এক্রোবেটিক্স চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । আমার বয়স বাড়ছে , তাই আমার ছেলেও এক্রোবেটিক্স শিখছে । আমি বিশ্বাস করি, আমার ছেলে ও ছাত্র-ছাত্রীরা অবশ্যই চীনের এক্সোবেটিক্সের ঐতিহ্য রক্ষা এবং একে বিকশিত করতে পারবে। ওয়াং পাও হে আরো বলেন , চীনের ঐতিহ্যিক এক্রবেটিক্স অনুষ্ঠান সাধারণতঃ খোলামাঠে অনুষ্ঠিত হয়। এক্রোবেটিক্স শিল্পী ও দর্শকদের মধ্যে দূরত্ব কম । রঙ্গমঞ্চের সাজসজ্জা সহজ , এক্ষেত্রে সাধারণত নিতঃব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করা হয়। দর্শকরা শিল্পীর হাতের সরঞ্জাম পরীক্ষা করতে চাইলে সহজেই করতে । এই ধরনের এক্রবেটিক্স শোর খরচ খুব কম ,শিল্পী ও দর্শকদের বিনিময় প্রত্যক্ষ। এ সব বৈশিষ্ট্যের কল্যাণে জনসাধারণ এক্রবেটিক্স দেখতে খুব পছন্দ করেন ।

   রাশিয়ার জাতীয় সার্কাস দলের পরিচালক ভ্লাদিমির নিকোলাইয়েচ বলেন , তিনি একাধিকার চীনের এক্রবেটিক্স দলকে রাশিয়ায় অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়েছেন । রাশিয়ার দর্শকরা চীনের এক্সবেটিক্স অনুষ্ঠান দেখতে পছন্দ করেন । প্রাচ্য ও পাশ্চাত্যের এক্রবেটিক্সের নিজ নিজে বৈশিষ্ট্য রয়েছে । তবে আমি মনে করি চীনের এক্রবেটিক্সের মান উঁচু । এক্রবেটিক্সের দর্শক সংখ্যা বেশি । বেশ কয়েকটি এক্রবেটিক্স ইভেন্ট শুধু চীনের শিল্পীরা দেখাতে পারেন ,তাই চীনের এক্সবেটিক্স দলের খ্যাতি বেশি ।

    তিনি আরো বলেন , এবার হল তার দ্বিতীয়বার চীন সফর । তারা চীনের শিল্পীদের সঙ্গে অনুষ্ঠান করার ফাঁকে ফাঁকে মত বিনিময় করেছেন ।

    ইউক্রেন থেকে আসা কাবাসোভ বর্তমান এক্রবেটিক্স প্রতিযোগিতার যাচাই কমিটির সদস্য । তিনি বলেন , চীনে অনেক লোক এক্রবেটিক্স দেখাতে পারেন । কিন্তু ইউক্রেনে শুধু কয়েকটি জাতীয় পর্যায়ের পেশাদার শিল্পী এক্রবেটিক্স দেখাতে পারেন । চীনের অনেক এক্রবেটিক্স আইটেম ইউক্রেনের শিল্পীরা দেখাতে পারে না । এক্রবেটিক্স ক্ষেত্রের লোকেরা সবাই স্বীকার করেন যে চীনের এক্রবেটিক্সের মান উচু । এক্রবেটিক্স দেখানোর সময় দর্শকদের সঙ্গে চীনা এক্রবেটিক্স শিল্পীর বিনিময়ও বেশি । তবে অন্যান্য দেশের এক্রবেটিক্স অনুষ্ঠানেরও নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে । বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ছে । এক্রবেটিক্স ক্ষেত্রের বিনিময়ও বাড়ছে । বর্তমান এক্রবেটিক্স উত্সবের একজন কর্মকর্তা বলেন , চীনের এক্রবেটিক্স শিল্পীরা অন্যান্য দেশের অভিজ্ঞতা শিখে চীনের ঐতিহ্যিক এক্সবেটিক্সকে আরো আধুনিকায়নের চেষ্টা করছেন ।


1 2 3 4