  চীনের একাদশ উ ছিয়াও আন্তর্জাতিক এক্রোবেটিক্স উত্সব সম্প্রতি হোপেই প্রদেশের রাজধানী সি চিয়া চুয়ান শহরে শেষ হয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের এক্রোবেটিক্স শিল্পীরা এ উত্সবে নিজেদের নৈপুন্য দেখিয়েছেন । ১৯৮৭ সাল থেকে চীনের উ ছিয়াও আন্তর্জাতিক এক্রোবেটিক্স উত্সব বিশ্বের প্রধান তিনটি এক্রোবেটিক্স উত্সবের অন্যতমের গৌরবের অধিকারী ।
চীনের এক্রোবেটিক্সের ইতিহাস দু' হাজার বছর আগের হান রাজবংশ থেকে শুরু । প্রাচীন পুথিপত্র থেকে জানা গেছে , প্রাচীনকালে থেকেই চীনের অধিবাসীরা এক্রোবেটিক্স দেখতে পছন্দ করেন । শিল্পীরা খোলা মাঠে লাঠি , প্ল্যাট ও তলোওয়ার দিয়ে নানা ধরনের চিত্তাকর্ষক অনুষ্ঠান দেখাতেন ।

1 2 3 4
|