
হোপেই প্রদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত উ ছিয়াও জেলাকে চীনের এক্রোবেটিক্সের জন্মস্থান বলা যায় । চীনের অনেক বিখ্যাত এক্রোবেটিক্স শিল্পী উ ছিয়াও জেলায় এক্রোবেটিক্সে প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে এ জেলায় এক্রোবেটিক্স বিদ্যালয় ও এক্রোবেটিক্স শিল্পী দল রয়েছে । প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকরা উ ছিয়াও জেলা পরিদর্শন করতে আসেন । অনেক বিদেশী এক্রোবেটিক্স অনুরাগী উ ছিয়াও এক্রোবেটিক্স স্কুলে এক্রোবেটিক্স নৈপুন্য শিখছেন ।
কাটায় সানটোস ভেনেজুলার একজন এক্রোবেটিক্স শিল্পী । নিজের নৈপুণ্য বাড়ানোর জন্য তিনি উ ছিয়াও আন্তর্জাতিক এক্রোবেটিক্স বিদ্যালয়ে এক্রোবেটিক্স-এ প্রশিক্ষণ নিয়েছেন । তিন বলেন , আমি চার মাস আগে এখানে এসেছি । আমি জানি চীনের এক্রোবেটিক্সের মান অনেক উঁচু। তাই আমি চীনে এক্রোবেটিক্স শিখতে এসেছি । এখানে আমি কোমরে দড়ি বেঁধে দশ বারো মিটার উঁচুতে ঘুড়তে এবং চেয়ারের এক কোনে ভর করে অভিনয়ের কৌশল শিখেছি । ।

1 2 3 4
|