v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-11 20:56:33    
শিল্পী লিউ ইয়ং কাং

cri

    জার্মানীতে থাকার সময় লিউ ইয়ং কাংয়ের উপর জার্মান শিল্পকলার অনেক প্রভাব পড়েছে। তিনি বলেন:

    "সেই সময় আমার উপর দুটি প্রভাব পড়ে। একটি হলো শিল্পকর্ম সৃষ্টি করার ধারণা। আরেকটি হলো শিল্পকর্ম সৃষ্টি করার পদ্ধতি। আগে আমি শুধু জানতাম তৈলচিত্র করতে চাইলে শুধু তৈলচিত্র আর ভাস্কর্য করতে চাইলে শুধু ভাস্কর্যই। তাদের একসঙ্গে মিলিয়ে শিল্পকর্ম তৈরী করার ধারণা ছিল না। এখন দেখেছি আমার নিজের চিন্তাধারা প্রকাশ করতে চাইলে যে কোনো পদ্ধতিই ব্যবহার করতে পারি। এখন আমি পটারি, ভাস্কর্য, তৈলচিত্র, ক্রেয়ন ও ওয়াশ এসব করতে পারি। আমি এসব ধরণের কাজে বিশেষ সৌন্দর্য প্রকাশ করতে চাই। তা আমার স্বপ্ন।

    ১৯৯৯ সাল থেকে লিউ ইয়ং কাং চীনা ভাষার অক্ষর দিয়ে তার ধারাবাহিক ভাস্কর্য "আই ইয়ং" সৃষ্টি করতে শুরু করেন। এসব দাঁড়ানো অক্ষরের মাধ্যমে লিউ ইয়ং কাং নিজের মনের ভালবাসা প্রকাশ করতে চান। তিনি বলেছেন, মানুষের মনে ভালবাসা থাকলে শান্তি পাওয়া যায়। ভালবাসা থাকলে পরস্পরকে সাহায্য করা সম্ভব, আন্তরিকভাবে আলিঙ্গন করাও সম্ভব হবে। তিনি আন্তরিক ভালবাসা দিয়ে এসব শিল্পকর্ম সৃষ্টি করেছেন। তাদের মাধ্যমে তিনি পৃথিবীকে আলিঙ্গন করতে চান এবং মানুষের পরস্পরের প্রতি ভালবাসার আবোন জানান।

    জানা গেছে, "আই ইয়ং" ধারাবাহিক ভাস্কর্যে ১০২টি শিল্পকর্ম রয়েছে। এ সব ভাস্কর্য পরে অন্তর্মঙ্গোলিয়ায় প্রদর্শন করা হবে। (ইয়াং ওয়েই মিং)

 


1 2 3 4