চীনা ভাষা এবং চীনের অন্য সংখ্যালঘু জাতি'র ভাষা হলো চীনা সংস্কৃতির একটি অংশ। পাশা পাশি তা ঐতিহ্যিক সংস্কৃতির একটি প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কয়েকজন আধুনিক শিল্পী চীনা ভাষার অক্ষর নিয়ে তাদের শিল্পকর্ম সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জার্মান প্রবাসী চীনা শিল্পী লিউ ইয়ং কাং এর মধ্যে একজন।
সম্প্রতি চীনের চারুকলা যাদুঘর লিউ ইয়ং কাংয়ের ভাস্কর্য "জান লি দা ওয়েন জি" অর্থাত 'দাঁড়ানো অক্ষর' প্রদর্শন করেছে। এর মধ্যে "আই ইয়ং" অর্থাত ভালবাসার আলিঙ্গন অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এসব ভাস্কর্য পাথর দিয়ে তৈরী করা । প্রতিটি ভাস্কর্যের উচ্চতা ৩ মিটারেরও বেশি। এবং প্রস্থ ২ মিটার। দূর থেকে দেখলে মন হবে যেন দু'জন বিভিন্ন ভঙ্গিতে আলিঙ্গন করে আছে। কাছে গিয়ে দেখলে বোঝা যায় প্রতিটি ভাস্কর্য চীনা ভাষার একটি অক্ষর। লিউ ইয়ং কাং বলেন, এ সব ভাস্কর্য তৈরীতে তিনি চীনের পুরনো ভাষা চিয়া কু ওয়েন ,১৩ শতাব্দীর চীনের ইউয়ান রাজবংশের বাসিবা ভাষা এবং মঙ্গলিয়া ভাষা থেকে অনুপ্রেরণা পেয়েছেন। চিয়া কু ওয়েন হলো চীনের পূর্বপুরুষদের পশুর হাড় ও কচ্ছপের খোলস দিয়ে ভাস্কর্য প্রাচীণ ভাষার অক্ষরের অনুসরণ করে সৃষ্টি করা।
1 2 3 4
|