একদিন সকাল বেলায় যখন আমরা নাস্তা খাচ্ছিলাম , তখন ১৮ বছর বয়সের একজন গর্ভবতীর দারুণভাবে রক্ত ক্ষরণ হচ্ছিল। তখন আমাদের কোনো বিকল্প ছিল না । এ রোগীর জীবন বাঁচিয়ে তোলার জন্যে আমাদের প্রাণপনে চেষ্টা করতে হতো । শেষ পর্যন্ত সকল চিকিত্সকের সম্মিলিত প্রচেষ্টায় এ গর্ভবতীর রক্ত ক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং অবাধে একটি ছেলের জন্ম হলো । তিনি নিজেও বেঁচে গেলেন ।

চীনা চিকিত্সা দল নিজের নিপুণ দক্ষতা ও শ্রেষ্ঠ রীতিনীতির জন্যে লাইবেরিয়ার জনগণের প্রশংসা লাভ করেছে । চিকিত্সক ইয়ু বলেছেন , গত ডিসেম্বর মাসে যখন তারা নিজেদের দায়িত্ব সম্পাদন করে স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন , তখন স্থানীয় জনসাধারণ আমাদের প্রশংসায় পঞ্চমুখ । তিনি বলেন ,

1 2 3 4 5 6 7
|