 জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন সবসময় বিশ্বের বিভিন্ন স্থানে জাতি সংঘের শান্তি রক্ষী তত্পরতাকে সমর্থন দিয়ে আসছে এবং এ তত্পরতায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে । ১৯৯২ সাল থেকে এ বছরের জানুয়ারী পর্যন্ত চীন পর পর জাতিসংঘের ১৫টি শান্তি রক্ষী তত্পরতায় যোগ দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে ৬ হাজারেরও বেশি শান্তি রক্ষী সৈনিক পাঠিয়েছে ।

মিস্টার ইয়ু ছিয়াং চুং হচ্ছেন চীনের পেইচিং সামরিক এলাকার সাধারণ হাসপাতালের একজন চিকিত্সক । ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসে লাইবেরিয়ায় জাতি সংঘের শান্তি রক্ষী তত্পরতায় অংশ নেয়ার জন্যে তার হাসপাতাল কয়েকজন চিকিত্সক পাঠানোর নির্দেশ পেল । যকৃত ও পিত্তকোষের শল্য চিকিত্সক হিসেবে ইয়ু ছিয়াং চুং এ দলের পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন । জাতি সংঘের শান্তি রক্ষী তত্পরতায় যোগ দেয়ার সুযোগ পাওয়ার খবর পেয়ে তিনি বলেছেন ,

1 2 3 4 5 6 7
|