তখন আমি খুব আনন্দিত হয়েছি । একই সময় আমি একটু উদ্বিগ্নও ছিলাম ।

কেন না , তিনি লাইবেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও সেখানকার উষ্ণ মন্ডলীয় রোগ সম্পর্কে বেশি জানতেন না । তাছাড়া তার কাছে ভাষাগত বাধাও ছিল । সুতরাং চিকিত্সক ইয়ুর মনের উপর কিছু চাপ পড়েছিল ।

অথচ এক মাসের একটু বেশি সময়ের মধ্যে শারীরিক অবস্থা , ইংরেজী ও সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে ইয়ু ছিয়াং চুং ও অন্য ৪২জন চীনা চিকিত্সক সবাই যোগ্য বলে সাব্যস্ত হয়েছে । ইয়ু ছিয়াং চুং বলেছেন ,

ত্রিশ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নানা দিক থেকে প্রস্তুতি নিয়েছি । এ সময়ের মধ্যে শান্তি মিশনে অংশগ্রহণকারী সৈনিকরা আমাদের জন্যে নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি রক্ষী তত্পরতা সম্পর্কে সংশ্লিষ্ট তথ্য ব্যাখ্যা করেছেন । তাই রওয়ানা হওয়ার আগে আমরা আমাদের ভবিষ্যত দায়িত্ব সম্পর্কে পুরোপুরিই আস্থাবান হয়ে উঠি ।
1 2 3 4 5 6 7
|