
২০০৬ সালের এপ্রিল মাসে ইয়ু ছিয়াং চুং ও তার ৪২জন সহকর্মীদের নিয়ে গঠিত চীনা চিকিত্সা দল জাতি সংঘের শান্তি মিশন পালনের জন্যে লাইবেরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হল ।

সেই সময় চীনা চিকিতসা দল জাতি সংঘের একটি দ্বিতীয় শ্রেণীর হাসপাতালে কাজ করত । তাদের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে আসা জাতি সংঘ শান্তি রক্ষী সৈনকিদের চিকিত্সা পরিসেবা প্রদান করা । তাছাড়া স্থানীয় জনসাধারণও জাতি সংঘের এ হাসপাতালে চিকিত্সা নিতে আসতেন । এ সময়ের মধ্যে চিকিত্সক ইয়ু একবার একজন সংকটাপন্ন রোগীকে বাঁচিয়ে তুলেছেন । তখনকার অবস্থা বর্ণনা করে তিনি বলেছেন ,

1 2 3 4 5 6 7
|