Web bengali.cri.cn   
ওয়েলকাম টু দোংমাকগোল
  2014-05-22 14:03:27  cri

dongmakgol 'দোংমাকগোল' দক্ষিণ কোরিয়ার একটি প্রত্যন্ত গ্রাম । কোরীয় যুদ্ধের সময় সেখানকার অধিবাসীরা পুরোপুরিভাবে বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে ছিলেন। তাঁরা জানতেন না, বাইরে এখন যুদ্ধ চলছে। একদিন এ গ্রামে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় । বিমানে যে চালক ছিলেন তার নাম স্মিথ smith। একজন গ্রামবাসী সেই চালক কে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। স্মিথের চিকিত্সার জন্য যখন গ্রামবাসী পাহাড়ে ভেষজ ওষুধ সংগ্রহ করছিলেন তখন তারা সেখানে দক্ষিণ কোরিয়ার সরকারী বাহিনীর দু'জন সৈন্যকে দেখতে পান। এ দুই সৈন্য আবার গোটা দক্ষিণ কোরিয়ার বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তাঁরা তখন এ দুই সৈন্যকে নিয়ে গ্রামে আসলেন। একই সঙ্গে উত্তর কোরিয়ারও তিন'জন সৈন্য পথ হারিয়ে এই গ্রামে অবস্থান নিলেন। এভাবেই সেই প্রত্যন্ত ছোট গ্রামে দুই কোরীয় বাহিনীর মধ্যে সাক্ষাত মেলে।

প্রথম দেখায় উভয় পক্ষের সৈন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ায়। এই দৃশ্য গ্রামবাসীদের মধ্যে কোনো আতঙ্ক তৈরি করেনা। তাদের কাছে এটি ছিল যেন নাটক দেখার মতো।

তাঁদের চোখে, সৈন্যদের হাতে ধরা বন্দুক হলো লম্বা লোহার নল এবং গ্রেনেড হলো কালো আলু।

এদিকে, দু'পক্ষের মুখোমুখি অবস্থানের বেশ কিছু সময় পর অদূরেই একটি শস্যখেতে ফেলে রাখা গ্রেনেড হঠাত বিস্ফোরিত হয়। ফলে শস্যখেতের সব ভুট্টা খইতে পরিণত হয়। গ্রামবাসীদের ক্ষতি পূরণের জন্য মার্কিন বিমান চালকসহ দক্ষিণ ও উত্তর কোরিয়ার সৈন্যরা জমিতে চাষ করার প্রচেষ্টা চালাতে শুরু করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040