Web bengali.cri.cn   
ওয়েলকাম টু দোংমাকগোল
  2014-05-22 14:03:27  cri

প্রিয় শ্রোতা দেবাশীষ গোপ, ইমেইল পাঠানোর জন্য প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ। ইমেইলে আপনার উল্লেখিত অনুরোধ পূরণ করা খুব কঠিন একটি ব্যাপার নয়। আসলে আগের 'আলোছায়া' অনুষ্ঠানগুলোতে আমি অস্কার প্রাপ্ত অনেক চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। একটু খেয়াল করুন, মনে করতে পারবেন। আগামীতে আমি অবশ্যই ২০১৩ সালের অস্কার প্রাপ্ত যেকোনো চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আশা করি, নিয়মিতভাবে প্রতি বৃহস্পতিবারের 'আলোছায়া অনুষ্ঠান শুনে যাবেন। সমর্থনের জন্য আপনিসহ সকল শ্রোতাকে আরেকবার ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এবার ফিরে যাবো আজকের মূল অনুষ্ঠানে।

আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার একটি চলচ্চিত্রের সাথে পরিচয় করিয়ে দেবো। চলচ্চিত্রটির নাম 'ওয়েলকাম টু দোংমাকগোল' 'welcome to dongmakgol'। এটি যুদ্ধ-বিরোধী চলচ্চিত্রের মধ্যে অন্যতম। এই চলচ্চিত্রটি ২০০৫ সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষা অস্কার প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করে। বলা যায়, এটি ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উচ্চ মানের একটি চলচ্চিত্র।

এ চলচ্চিত্রে কোরিয়ার যুদ্ধকে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধের সময় এখানকার একটি ছোট গ্রামে সংঘটিত কাহিনী বর্ণনা করা হয়েছে।

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এ চলচ্চিত্রের প্রধান বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেবো, কেমন?

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040