Web bengali.cri.cn   
বন্দর নগরী থিয়েনচিন
  2014-04-30 19:03:38  cri


জান্নাতুন নাহার

প্রিয় বন্ধুরা গেল সপ্তাহে আমরা বেড়াতে গিয়েছিলাম পেইচিং এর স্বর্গের মন্দিরে। আজ আমি আপনাদের বেড়াতে নিয়ে যাবো পেইচিং শহর থেকে মাত্র ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত চীনের ঐতিহাসিক বন্দর শহর থিয়েনচিনে। থিয়েনচিন শহরটি চীনের যে চারটি কেন্দ্রশাসিত মহানগর রয়েছে তার মধ্যে একটি।

একসময় এটি মূলত বন্দর হিসেবে ব্যবহৃত হলেও প্রায় ৬০০ বছর আগে ১৪০৪ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের ২৩ তারিখ সম্রাট মিং ইয়ং ল এখানে শহর নির্মাণ শুরু করেন। এটি হচ্ছে চীনের একমাত্র প্রাচীন শহর যা নির্মাণের সঠিক সময় ইতিহাসে লিপিবদ্ধ আছে। ৬০০ বছরের ইতিহাস সমৃদ্ধ এ শহর হচ্ছে প্রাচ্য ও প্রাশ্চাত্যের, ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে এক অনন্য বৈশিষ্ট্যপূর্ণ শহর। সাম্প্রতিক বছরগুলোতে এটি প্রসিদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ, ভ্রমণ পিপাসুদের দারুনভাবে আকর্ষণ করছে। তাই শ্রোতা বন্ধুরা সময় থাকলে বেড়িয়ে আসতে পারেন পোহাই সাগর পার্শ্ববর্তী এই সুন্দর শহরটি।

যোগাযোগ ব্যাবস্থাঃ

থিয়েনচিন রেলস্টেশন

থিয়েনচিন শহরের সুপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা আপনার ভ্রমণকে করবে আরামদায়ক ও ঝঞ্ঝাট মুক্ত। এই শহরটিতে সড়কপথ, আকাশপথ, রেলপথ ও জলপথ এই চার ধরনের যোগাযোগ ব্যবস্থাই রয়েছে। আপনারা জলপথে এখানে বেড়াতে আসতে চাইলে বেছে নিতে পারেন থিয়েনচিন বন্দর। এই বন্দরটি হচ্ছে মানুষ নির্মিত চীনের বৃহত্তম গভীর সমুদ্র বন্দর। এখানে রয়েছে অনেক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ চলাচল রুট। এ বন্দরটিতে পৃথিবীর প্রায় ১৮০টিরও বেশি দেশের ৫০০টির অধিক বন্দরের সাথে নৌ চলাচল রুট রয়েছে। এখানে জানিয়ে রাখছি, বন্ধুরা আমার মতো যারা দেশে বিদেশে ঘুরে বেড়াতে ভালবাসেন, কিন্তু বাজেটের স্বল্পতা রয়েছে তারা চাইলে এখানে থেকে জাহাজে চড়ে দক্ষিণ কোরিয়া থেকেও ঘুরে আসতে পারেন। এতে সময় লাগবে প্রায় দুদিন আর ভাড়া মাত্র ১০০০০ টাকা। সময় একটু বেশি লাগলেও খরচ অনেক কম পড়বে।

যারা আকাশপথে ভ্রমণ করতে চান তাদের জন্য আছে "থিয়েনচিন পিনহায় আন্তর্জাতিক বিমান বন্দর"।

এছাড়াও রয়েছে দুরপাল্লার বাস ও রেল। ফলে আপনি চীনের যেকোনো অঞ্চল থেকে অত্যন্ত সহজেই এখানে ভ্রমণে আসতে পারেন। আর আমাদের যেসব বন্ধুরা পেইজিং থেকে বেড়াতে আসবেন, তাদের জানিয়ে দিচ্ছি, পেইচিং শহর থেকে ১২০ কিলোমিটার দূরে হলেও দ্রুতগতির বুলেট ট্রেনে করে আপনি মাত্র ৩০ মিনিটে পৌঁছে যেতে পারেন থিয়েনচিন শহরে। এই বুলেট ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আপনার চীন ভ্রমণে যোগ করবে একটি বাড়তি মাত্রা। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতির এই ট্রেনে ভ্রমণ খুবই আরামদায়ক। আপনার মনেই হবে না যে আপনি ট্রেন জার্নি করছেন। প্রতিদিন প্রায় আধা ঘণ্টা পর পরই ট্রেন থাকে তাই আগে থেকে টিকেট কেটে রাখারও প্রয়োজন নেই।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040