Web bengali.cri.cn   
গ্র্যাভিটি
  2014-01-09 16:36:30  cri

এর প্রধান কারণ হলো এর শক্তিশালী ও অপূর্ব সুন্দর 3D -ডি এফেক্টস প্রযুক্তি। জানা গেছে, মহাকাশকে গল্পের পটভূমি হিসেবে ব্যবহার করেএই চলচ্চিত্রের ৬০ শতাংশেরও বেশি দৃশ্য কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়।

'অ্যাভাটার' নামে বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যমেরুন এ চলচ্চিত্রের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, 'এ চলচ্চিত্র দেখে আমি অবাক হয়েছি। আমার মনে হয়, এটি হলো ইতিহাসের সবচেয়ে সুন্দর স্পেস চলচ্চিত্র।'

চলচ্চিত্রে পরিচালক কুয়ারোন অকল্পনীয় দৃশ্য সুনির্দিষ্টভাবে দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, 'দর্শকদের সত্যিকার অভিজ্ঞতা বয়ে আনার জন্য আমি মহাকাশচারী সম্পর্কিত অনেক তথ্য সংগ্রহ করেছি এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছি। চলচ্চিত্রে পুরুষ মহাকাশচারী মারা যাওয়ার পর প্রধান নারী অভিনেত্রীর একক অভিনয় খুব কঠিন হয়ে পড়ে। আমি তাঁর প্রত্যেক শ্বাস প্রশ্বাসের ওপর দৃষ্টি রেখেছি। এফেক্টস প্রযুক্তির দিকে থেকে বলা যায়, চলচ্চিত্রটির বৃহত্তম চ্যালেঞ্জ হলো ভরশুন্যতার অবস্থাকে ফুটিয়ে তোলা।'

চীনা দর্শকদের কাছে 'গ্র্যাভিটি' চলচ্চিত্রের সবচে উল্লেখযোগ্য বিষয় হলো থিয়েন কোং-১ লক্ষ্যবস্তু নভোযানের দেখা দেওয়া। চীনের এই মহাকাশ পরীক্ষাগার অবশেষে প্রধান অভিনেত্রীর প্রাণ রক্ষা করেছে। অন্য কথায় বলা যায়, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ফলাফল মার্কিন মহাকাশচারীর প্রাণ রক্ষা করেছে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক