Web bengali.cri.cn   
গ্র্যাভিটি
  2014-01-09 16:36:30  cri



গত বৃহস্পতিবারের আলোছায়া অনুষ্ঠানে আমি শ্রোতাদের কাছে জিজ্ঞাস করেছিলাম যে, নতুন বছরে আপনাদের স্বপ্ন কী?

তাহলে আজকের অনুষ্ঠান শুরু করার আগে প্রথমে আমরা একসঙ্গে একজন শ্রোতার স্বপ্নের কথা শুনবো এবং একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাবো।

বাংলাদেশের নাটোর জেলার রাজিব কুমার মন্ডল তাঁর ইমেইলে লিখেছেন,

পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমি যেন ২0১৪ সালের পুরোটা সময় সুখে শান্তিতে থাকতে পারি | কারণ আগামী বছর আমার অনেক স্বপ্ন আছে যা পূরণ করতে চাই | আগামী বছর আমি অনেক পরিশ্রম করতে চাই এবং অর্থ উপার্জন করে গ্রামের গরীব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াতে চাই| আমার দৃঢ় মনোবাসনা আগামী বছরের পুরো অবসর সময় CRI এর বাংলা বিভাগের সাথে কাটাবো | সবাই এক সাথে CRI এ থাকবো | সবাইকে নববর্ষের শুভেচ্ছা |

প্রিয় শ্রোতা রাজিব, প্রথমেই ইমেইল দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, নতুন বছরে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কারণ অনেক পরিশ্রমের পর অবশ্যই ফলাফল অর্জিত হয়। তাই না? আশা করি, সকল শ্রোতার কাছে ২০১৪ সাল হবে একটি বৈচিত্র্যময় ও ফলপ্রসূ বর্ষ ।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এবারে ফিরে যাব আজকের মূল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমি 'গ্র্যাভিটি' শিরোনামে যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্রের সাথে শ্রোতাদের পরিচয় করিয়ে দেবো। এই চলচ্চিত্রটিকে ইতিহাসের সবচেয়ে সুন্দর 'স্পেস চলচ্চিত্র' বলে গণ্য করা হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক