Web bengali.cri.cn   
গ্র্যাভিটি
  2014-01-09 16:36:30  cri

চলচ্চিত্রটির গল্প এরকম.....। যুক্তরাষ্ট্রের স্পেস স্টেশনে একজন পুরুষ মহাকাশচারী ম্যাট কোওয়ালস্কাই এবং তাঁর নারী সহকর্মী রিয়ান স্টোন যখন স্টেশন থেকে বের হয়ে টেলিস্কোপ মেরামত করলেন এবং তখন একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার উপগ্রহের ওপর আঘাত হানলো। এর ফলে সৃষ্ট টুকরো স্পেস স্টেশনের সঙ্গে ধাক্কা খাচ্ছিলো। তাঁরা দু'জন ছাড়া, অন্যান্য সহকর্মী প্রাণ হারালেন। তারপর মহাকাশে ভাসতে থাকা দু'জন পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য অনেক বিপদের সম্মুখীন হলেন । রিয়ানকে উদ্ধারের জন্য ম্যাট নিজের আত্মাকে বিসর্জন দিলেন। অনেক প্রচেষ্টার পর রিয়ান ঐ পরিত্যাক্ত আন্তর্জাতিক স্পেস স্টেশনে আরোহণ করলেন। তারপর সেখান থেকে চীনের থিয়েন কোং-১ লক্ষ্যবস্তু নভোযানের দিকে পৌঁছলেন। এই প্রক্রিয়ায় নানা রকমের সমস্যার কারণে রিয়ান প্রায় হতাশ হলেন। মৃত্যুর আগে তিনি সহকর্মী ম্যাটের ভাবমূর্তী দেখে আবার তেজীয়ান হয়ে উঠলেন। তিনি অনেক পদ্ধতি খুঁজে বের করে থিয়েন কোং -১ লক্ষ্যবস্তু নভোযানে আরোহণ করেন এবং অবশেষে সাফল্যের সঙ্গে পৃথিবীতে ফিরে আসেন।

উল্লেখ্য, 'গ্র্যাভিটি' শিরোনামে চলচ্চিত্রের পরিচলক হচ্ছেন আলফোন্সো কুয়ারোন। সান্দ্রা আন্নেটে বুল্লোক এবং জর্জ টিমোথি ক্লুনি যৌথভাবে এ চলচ্চিত্রের প্রধান অভিনেতা-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্র টি ২০১৩ সালের ৪ অক্টোবর উত্তর আমেরিকায় প্রদর্শিত হওয়ার পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। রাশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও চীনের হংকংসহ বিদেশে চলচ্চিত্রটি প্রদর্শনের প্রথম সপ্তাহে এর টিকিট বিক্রির পরিমাণ ছিলো ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার । বলা যায়, 'গ্র্যাভিটি' হলো এ যাবত কালের সবচেয়ে সুন্দর 'স্পেস চলচ্চিত্র'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক