Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৮: লাল কুমার দাবন বন্দি
  2013-08-12 18:55:21  cri

আচার্য ও তাঁর তিন শিষ্য অবিরাম চলছেন। যেতে যেতে একদিন এক বড়ো পাহাড়ের সামনে এলেন। আচার্য বললেন, মনে হয় এই বিশাল পাহাড়ে কোনো দানব বাস করে। বলতে বলতেই হঠাত্ কেন আকাশে দেখা গেলো এক লাল মেঘ। উখোং বললো, গুরু নিশ্চয় কোনো দানব আসছে। আর আমরা সামনে যেতে পারবো না। সবাই যে যার অস্ত্র নিয়ে তৈরি হলো। ওদিকে এই পাহাড়ের দানব খবর পেয়েছে যে এই পথ দিয়ে আচার্য সুয়ান চুয়াং পশ্চিম দেশে যাবেন। তার মাংস থেলে অমর হওয়া যায়। অতএব সে নজর রেখেছে এই পথের উপর।

হঠাত্ লাল মেঘটা কেটে গেলো। উখোং স্বস্তির নিশ্বাস ফেলে আবার আচার্যকে ঘোড়ায় তুলে যাত্রা শুরু করলো। এমন সময় শোনা গেলো এক শিশুর কান্না। এদিক ওদিক চেয়ে দেখা গেলো গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক শিশু বাঁচাও বাঁচাও বলে চিত্কার করছে। শিশুটি কাঁদছে আর বলছে, আমার নাম লাল কুমার।

এ লাল কুমার, সাধারণ শিশু? নাকি কোন দানব? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক