Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৫: বালিস্রোত নদির ভিক্ষু শা
  2013-07-22 14:29:36  cri

কাওলাও চুয়াং গ্রামে আচার্য সুয়ান চুয়াং শুকর চু পাচিয়েকে দ্বিতীয় শিষ্য করলেন। তারপর দুই শিষ্য নিয়ে আবার শুরু করলেন যাত্রা। এবার সামনে পড়লো বিরাট এক নদী। যেমন তার ঢেউ তেমন তার স্রোত। নদীর ধারে এক স্তম্ভে লেখা, বালিস্রোতা নদী।

ভিক্ষু শা

এ বালিস্রোত নদীতে এক দানব ছিল। লম্বা তার চুল। বড় গোল গোল চোখ। গলায় কঙ্কালের মালা আর এক হাতে বর্শা। সে ছুটে এসে আচার্যকে ধরতে চাইলো। উখোং ও পাচিয়ে এ দানবের মধ্যে কেমন লড়াই হবে? আচার্য কী কী নতুন বিপদ সম্মুখীন হবে? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক