পশ্চিমদেশ অভিমুখে যাত্রা -৩: সুন উখোং-এর ধর্ম গ্রহণ
2013-07-05 20:26:57 cri
0629juchang
|
বুদ্ধদেব
বানর রাজা সুন উখোং স্বর্গরাজ্যে তোলপাড় করছে। দেব সেনা এবং সেনাপতিরা তাকে বন্দি করতে ব্যর্থ হয়েছে। দেবরাজ আতঙ্কিত হয়ে ভগবান বুদ্ধের সাহায্য প্রার্থনা করলেন। কিন্তু বুদ্ধদেব মহাশক্তিধর সুন উখোংকে নিয়ন্ত্রণ করতে পারবে কি আদৌ? সুন উখোং কীভাবে আচার্যের সঙ্গে পশ্চিমদেশ অভিমুখে যাত্রা শুরু করলো? তাদের যাত্রার উদ্দেশ্যই বা কী? আচার্যের শিষ্য কি কেবল সুন উখোং, নাকি আরো আছে?
এসব প্রশ্নের উত্তর জানতে হলে শুনুন এই পর্বের বাংলায় গল্প বাংলার গল্প।
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক