Web bengali.cri.cn   
নিউলাং ও জিনুই'র কাহিনী
  2013-04-28 14:51:32  cri

কিছুক্ষণ পর নিউলাং অবাক বিস্ময়ে লক্ষ্য করে যে এক ঝাক পরীর দল আকাশ থেকে উড়ে এসে নামল সেখানে আর তাঁরা তাদের রেশমী কাপড়গুলো খুলে ঝাপ দেয় সরবরের স্বচ্ছ সবুজ জলে। এদিকে নিউলাং সুযোগ বুঝে ঝোপ থেকে দৌঁড়ে এসে লাল রঙের পোশাকটি নিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় পরীরদল হকচকিয়ে যায়, তাড়াহুড়া করে যার যার কাপড় পড়ে দ্রুতই পাখির মতো উড়ে আবার আকাশ পানে চলে যায়। কেবল একটি পরী তার কাপড় না পেয়ে বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর ভয়ে কাঁপতে থাকে। পরীটি আর কেউ না, সেই হচ্ছে জিনুই।

এক অপরিচিত যুবক তাও আবার মর্তের পুরুষ মানুষ, তার কাপড় ছিনিয়েছে। এতে ভীষণ লজ্জা আর ভয়ে সংকুচিত হয়ে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই সুযোগে নিউলাং এসে তার সামনে দাঁড়ায় আর তাকে বলল, "তুমি কি আমার স্ত্রী হবে? যদি তুমি স্ত্রী হতে রাজি হও, তাহলেই আমি তোমার কাপড় ফেরত দেবো।" জিনুই যেন হাঠাত একটি ঝাকুনি খেল, 'এই কণ্ঠস্বর এই চেহারা এতো আমি চিনি, এতো আমার ছিয়েননিউয়ের কন্ঠস্বর'। জিনুই ধীরে ধীরে মাথাতুলে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে সত্যিই হায় 'এই তো আমার প্রাণপ্রিয় ছিয়েননিউ, কত বিনিদ্র রাত আমি শুধু তার কথা ভেবেই কাটিয়েছি, কেঁদেছি কত তাঁর কষ্টের জীবনের কথা মনে করে'। জিনুউ ছুটি গিয়ে নিউলাংকে জড়িয়ে ধরে, দু'জনের চোখের আনন্দ অশ্রুতে সরবরের সবুজ জল যেন আরও গাঢ় সবুজ হয়ে উঠলো। এরপর তারা আকাশ, বাতাস, অগ্নী, মর্ত্য আর জলকে সাক্ষী রেখে বিয়ে করে এবং এই পৃথিবীতেই নতুন আর এক জীবন শুরু করে।

দুজনের ছোট্ট সংসারে সব কাজ দু'জনে মিলেমিশে করে। নিউলাং জমিতে চাষ করে আর জিনুই বোনে রেশমী পোশাক। ছোট্ট এই কুটিরে অভাব থাকলেও ভালোবাসার অভাব নেই যেন এতটুকু। আর এই সুখী জীবনকে আরও বেশী আলোকিত করতে তাদের ছোট্ট কুটিরে জন্ম নেয় দুটি ফুটফুটে সন্তান। দেখতে যেন ঠিক মায়েরই মতো পরীর দেশের পরীর গড়ন। এই সুখী দাম্পত্য জীবনে নিউলাং ও জিনুই সিদ্ধান্ত নিল যে তাঁরা আজীবন একসাথে এই পৃথিবীতেই থাকবে। কিন্তু তাদের সুখময় দিনগুলি যেন হঠাত্ দেখা স্বপ্নের মতো ভেঙ্গে যায় একদিন। স্বর্গের রাণী জানতে পেরে ভীষণ ক্রদ্ধ হয়ে যায়। এবং স্বর্গের সৈন্যদের হুকুম দিয়ে বলেন যে, যাও যেখান থেকে পার, যেভাবে পার আমার কন্যাকে এখনই স্বর্গে নিয়ে আস। আমি এই স্বর্গের আদালতে তাঁর বিচার করতে চাই। হুকুম পেয়ে একদল সৈন্য চলে আসে পৃথিবীতে।

এদিকে একদিন জিনুই রান্না করছিল আর তখন নিউলাং দৌঁড়ে আসে। তাঁর চোখ লাল আর ভাঙ্গা ভাঙ্গা গলার স্বরে স্ত্রীকে বলল, "গরু ভাই মারা গেছে। মৃত্যুর আগে আমাকে বলল, তার মৃত্যুর পর যেন তাঁর চামড়া কেটে ভালোভাবে সংরক্ষণ করি। কেননা একদিন তার চামড়ার পিঠে চড়েই আকাশে উড়ে যেতে পারবো।"

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক