চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেন নিয়ান আর অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের চেয়ারম্যান জেমস্ স্পিগমান
এপ্রিল ২৫: চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেন নিয়ানের সঙ্গে সফররত অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর চেয়ারম্যান জেমস্ স্পিগমান ও প্রেসিডেন্ট ম্যাক স্কট বৃহস্পতিবার পেইচিংয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে ওয়াং গেন নিয়ান বলেন, "সিআরআই ও এবিসি'র মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এবং দুটো প্রতিষ্ঠানের সহযোগিতার ভিত্তি খুবই মজবুত। সিআরআই আশা করে, এবিসি'র সাথে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে এবং দু'দেশের জনগণ আরো ভালোভাবে পরস্পরকে জানতে ও বুঝতে পারবে।"
জবাবে জেমস্ স্পিগমান বেশ কয়েকবার চীন সফর করেছেন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার কার্যমেয়াদে এবিসি'র সাথে সিআরআই-এর সহযোগিতার সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে। এবিসি'র প্রেসিডেন্ট ম্যাক স্কটও সিআরআই-এর সাথে অনুষ্ঠান ও কর্মী বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, "এবিসি সিআরআই-এর সাথে নতুন ধরণের মিডিয়া প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়।" (ইয়ু/আলিম)
| ||||