সিআরআইয়ের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন আর এপির মহাপরিচালক গ্যারি প্রুইত
নভেম্বর ২০: এপির নতুন মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি প্রুইত মঙ্গলবার চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন করেন এবং সিআরআইয়ের মহাপরিচালক ওয়াং গেং নিয়েনের সঙ্গে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ওয়েং গেং নিয়েন বলেন, "সিআরআই ও এপির মধ্যে বিশ বছরেরও অধিক সময়ের সহযোগিতার সম্পর্ক রয়েছে। এর মধ্যে সিআরআই বেতার থেকে পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।" তিনি জানান, সিআরআইয়ে ডিজিটাল টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট টেলিভিশনসহ নানা ক্ষেত্রে কাজ মাত্র শুরু হয়েছে। তবে এর উন্নয়নের অবকাশ বিরাট। তিনি বিশ্বাস করেন, দু'পক্ষের সহযোগিতা জোরদার করা এবং বাজার সম্প্রসারণের সাথে সাথে ভবিষ্যতে আরো উন্নতি হবে।
এসময় এপির মহাপরিচালক দু'পক্ষের মধ্যে লেখা, ছবি ও অডিও বিনিময়সহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন।(ইয়ু/আলিম)