সেপ্টেম্বর ১২: চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন সোমবার ব্যাংককে থাইল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুয়ান মু-এর সঙ্গে দেখা করেন। তিনি বিদেশে সিআরআই-এর অনুষ্ঠান-কার্যক্রম সম্প্রসারণের কৌশল ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে সিআরআই-এর এফএম বেতার ও স্টুডিওর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্প্রচারের প্রভাব। ব্যাংককে এফএম বেতার চালু হওয়ার এক বছরের মধ্যে সিআরআই-এর প্রচারিত খবর ও অনুষ্ঠান স্থানীয় শ্রোতাদের কাছে উচ্চমানের স্বীকৃতি পেয়েছে।
এসময় রাষ্ট্রদূত কুয়ান মু বলেন, চীন আন্তর্জাতিক বেতার থাইল্যান্ডের স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে নিজের টেকসই উন্নয়নসাধনের পাশাপাশি, বিদেশে চীনের কণ্ঠ প্রচারের এক নতুন উপায় অন্বেষণ করেছে এবং চীন ও থাইল্যান্ডের মৈত্রীর জন্য লক্ষণীয় অবদান রেখেছে।
চীন আন্তর্জাতিক বেতারের ব্যাংকক এফএম বেতার ২০১১ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয়। এই বেতারে সারাদিন থাই ভাষার অনুষ্ঠান প্রচারিত হয়। অনুষ্ঠানের বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্থানীয় পপ সংগীত ও ব্যবহারিক তথ্য, চীন ও থাইল্যান্ড সরকার ও জনগণের আদানপ্রদানের খবর আর বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ। (ইয়ু/আলিম)
| ||||