বিবিসি'র ইংরেজী সংবাদ বিষয়ক সাধারণ সম্পাদক ক্রেইগ ওলিভার (ডান থেকে দ্বিতীয়) আর চীন আন্তর্জাতিক বেতারের উপ-মহাপরিচালক সিয়া চি সুয়ান (বাম থেকে দ্বিতীয়)
বিবিসি'র ইংরেজী সংবাদ বিষয়ক সাধারণ সম্পাদক ক্রেইগ ওলিভার ৯ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারে এসে উপ-মহাপরিচালক সিয়া চি সুয়ানের সঙ্গে সৌজনমূলক সাক্ষাত্ করেছেন।
ওলিভার বলেন, তিনি এই প্রথমবার চীন সফর করছেন। চীনের দ্রুত উন্নয়ন তাঁর মনে গভীর দাগ কেটেছে। বিবিসি আশা করে, সিআরআই'র সঙ্গে গণ বিনিময় ও অনুষ্ঠান সহযোগিতাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করবে।
সিয়া চি সুয়েন বলেন, বিবিসি বিশ্ববিখ্যাত বেতার হিসেবে সমৃদ্ধ অনুষ্ঠান তৈরির অভিজ্ঞতা আর পেশাদার সংবাদকর্মী দল রয়েছে। সিআরআই আশা করে, ভবিষ্যতে এ দু'বেতার গণ বিনিময় আর বিদেশী শ্রোতাদের জরীপ করাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)