সম্প্রতি রোমানিয়ায় চীন আন্তর্জাতিক বেতারের প্রথম শ্রোতাসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। ক্রেভি কনফুসিয়াস ইনস্টিটিউটে এ শ্রোতাসংঘ প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
রোমানিয়া ও চীনের মৈত্রী সমিতির ক্রেভি শাখা কমিটির চেয়ারম্যান ভিরগিল মোলদোভান তাঁর বক্তৃতায় বলেন, এ শ্রোতাসংঘের প্রতিষ্ঠা নিঃসন্দেহে দুদেশের ঐতিহ্যবাহী মৈত্রী বাড়ানোর এক সুষ্ঠু প্লাটফর্ম হবে।
সিআরআই'র উপ-সাধারণ সম্পাদক মা ওয়েই কুং বলেন, যুবকদের পারস্পরিক বোঝাপড়া বাড়ানো হচ্ছে বর্তমান তথ্যমাধ্যমের দায়িত্ব। ক্রেভি শ্রোতা সংঘের প্রতিষ্ঠা সিআরআইর সেতু-ভূমিকা পালনের জন্য বড় সহায়ক হবে। তিনি সিআরআই'র পক্ষ থেকে এ শ্রোতা সংঘকে 'প্রতিদিন চীনা ভাষা' পুস্তিকা উপহার দেন। (ইয়ু কুয়াং ইউয়ে)