Web bengali.cri.cn   
সহিংসতায় বাংলাদেশে নিহত ৩৭
  2013-03-01 12:14:00  cri

মার্চ ১: জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট সহিংসতায় অন্তত ৩৭ জন নিহত কয়েক শ' ব্যক্তি আহত হয়েছেন।

বাংলা দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগ জামায়াত ও তার অঙ্গসংগঠন ছাত্র শিবিরের কর্মী। তবে তাদের মধ্যে ক'জন পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপির কর্মীও ছিলেন।

যুদ্ধাপরাধের অভিযুক্তদের বিচারের লক্ষ্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেয়।

জামায়াত এর আগেই ওই দিন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল। তবে সকাল থেকে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুপুরে আদালতের রায় ঘোষণার পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশের বিভিন্ন এলাকায় মারমুখি জামায়াত কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ শুরু করে। তারা বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন স্থাপনায়ও ভাংচুর চালায়। তাদেরকে সামাল দিতে পুলিশ গুলি ছোঁড়ে। সংঘর্ষে পুলিশের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও তা অঙ্গসংগঠনের কর্মীরাও। (এসআর)

মন্তব্য
লিঙ্ক