
বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে যেতে পারে: সংসদে শেখ হাসিনা

2013-02-28 18:25:34 cri
ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশটির জাতীয় সংসদে জানিয়েছেন, ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ হতে পারে। বাংলাদেশের ইংরেজি দৈনিক 'ফিনানশিয়াল এক্সপ্রেস'-এর খবরে এ-তথ্য জানা গেছে।
সংসদকে প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি'র গড় প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশেরও বেশি। অথচ এসময় সারা বিশ্বে অর্থনীতিতে গড় প্রবৃদ্ধির হার ছিল ৩ শতাংশের কম। শেখ হাসিনা আরো জানান, "২০১১-২০১২ অর্থবছরে বাংলাদেশের রাজস্ব ব্যয় ছিল জিডিপি'র ১৬.১ শতাংশ এবং পুঁজিবিনিয়োগের পরিমাণ ছিল জিডিপি'র ২৫.৪ শতাংশ।" (ওয়াং তান হোং/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
