

পঞ্চাশ হাজার টাকার কম অঙ্কের চেক নিকাশ এবং যেকোনো অঙ্কের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ওপর থেকে মাশুল প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে, যেটি ১ মার্চ থেকে কার্যকর হয়েছে।
বাংলা দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, গত নভেন্বর মাসে এসব ক্ষেত্রে মাশুল আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা এসব মাশুল প্রত্যাহারের দাবি তোলার প্রেক্ষাপটে বেশ কিছু ক্ষেত্রে তা প্রত্যাহার এবং পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের কাছ থেকে পাওয়া চেক ও সরকারি চালান বা সঞ্চয়পত্র কেনার জন্য গৃহীত চেক, বিভিন্ন ইউটিলিটির বিল এবং সিটি করপোরেশন বা পৌরসভার বিভিন্ন পাওনার বিপরীতে সব ধরনের চেক নিকাশ মাশুলের আওতামুক্ত থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকার কম অঙ্কের চেক নিকাশের জন্য ভ্যাটসহ ১০ টাকা মাশুল আদায় করা হবে। এ ছাড়া পাঁচ লাখ টাকা বা তার বেশি অঙ্কের চেক এক দিনের মধ্যে নিকাশের জন্য ৬০ টাকা মাশুল দিতে হবে। তবে এই চেকগুলো সাধারণভাবে নৈমিত্তিক নিকাশের জন্য দিলে সর্বোচ্চ ২৫ টাকা মাশুল আরোপ করা হবে। (এসআর)

| ||||



