Web bengali.cri.cn   
শহীদ মিনার হয়ে জনস্রোত বাংলা একাডেমী ও শাহবাগে
  2013-02-21 18:06:32  cri

শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সবার গন্তব্য একটাই- বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা এবং শাহবাগ প্রজন্ম চত্বর। নগরীর সব জনস্রোত শহীদ মিনার হয়ে এসে মিশেছে বাংলা একাডেমী ও শাহবাগে।

বাঙালির আত্মপরিচয়ের উন্মেষের এ দিনটিতে বই মেলা পেয়েছে ভিন্নমাত্রা। বড়দের হাত ধরে এসেছে শিশুরাও। জেনে নিচ্ছে জাতির অনন্য গৌরবগাঁথার ইতিহাস।

এদিকে অবিরাম কবিতা, গান আর স্লোগানে আন্দোলনের ১৭তম দিনেও উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। একুশে ফেব্রুয়ারি আন্দোলনকে দিয়েছে নতুন মাত্রা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকেলে অনুষ্ঠিত হয় মহাসমাবেশ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক