Web bengali.cri.cn   
মানবতা ও সত্যের খোঁজে চীনের গীতিনাট্য পরিচালক লি তুন
  2015-10-29 10:48:05  cri

আমাদের চারপাশে প্রতিদিন কিছু বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা ঘটে। যেমন, জাপানে অধ্যয়নরত একজন চীনা ছাত্র নিজের মাকে ছুরিকাঘাত করেন। এ সংবাদ লি তুনের মনে গভীর ছাপ ফেলে। সন্তানের শিক্ষাদান প্রসঙ্গে নানা ধরনের ইস্যু তার মনে গভীর দাগ কাটে।

তিনি মনে করেন, চীনের অনেক বিনোদনমূলক অনুষ্ঠান সমাজের প্রধান সুরের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করে, তবে এসব অনুষ্ঠানে মানবতা ও আত্মা নেই।

তাই 'মা, আমাকে আরেকবার ভালোবাসবেন' নামে লি তুনের গীতিনাট্যে তিনি খুব সহজ ও সরল একটি গল্প দর্শকদের জানাতে চান। এই নাটকে কোনো কিংবদন্তীতুল্য গল্প নেই, কোনো রূপকথাও নেই। তিনি শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে মানবতা সম্পর্কিত একটি গল্প জানাতে চান।

লি তুন সবসময়ই মানবতার ওপর সজাগ দৃষ্টি রেখে আসছেন। তিনি মনে করেন, অনেক সাহিত্যকর্ম স্বল্পস্থায়ী ভোগ্যপণ্যে পরিণত হয়েছে। কেবল স্বার্থ এবং শিল্পকর্মের সংখ্যার ওপর দৃষ্টি রাখা, সাহিত্যকর্মের গুণগত মানের ওপর দৃষ্টি না রাখা হলো বর্তমান বিনোদনের এক ধরনের ভুল বোঝাবুঝি।

লি তুনের শিল্পকর্মে আমরা সত্যকে দেখতে পাই, প্রত্যেক মানুষের সবচেয়ে নরম এবং দুর্বল জায়গা দেখতে পাই। তার শিল্পকর্ম গভীর মর্মার্থ ও আন্তরিকতায় ভরপুর।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040