Web bengali.cri.cn   
মানবতা ও সত্যের খোঁজে চীনের গীতিনাট্য পরিচালক লি তুন
  2015-10-29 10:48:05  cri

তিনি নিজের সম্পর্কে মূল্যায়ন করে বলেন, 'আমি এমন একজন মানুষ যিনি নিজের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করি। আমি নিজেকে কখনো মহান কোনো ব্যক্তি হিসেবে দেখি না। আমার কাজ করার দিক আছে এবং আমি সবসময়ই এ দিকে যাওয়ার চেষ্টা চালাবো'।

তিনি বিশ্ব পর্যায়ে চীনের বৈশিষ্ট্যময় গীতিনাট্য তৈরি করার জন্য নিরলস প্রচেষ্টা চালান।

তিনি বলেন, 'আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কারণ বাস্তবতা হলো, অনেকেই মৃত্যুর প্রহর গুনছেন কিন্তু তারা জীবনের দিক খুঁজে বের করেন নি। আমার খুব তরুণ বয়সে আমি এই দিক খুঁজে পাই। দিকে চলে যাওয়ার প্রক্রিয়া অনেক কষ্টের, তবে আমি তা উপভোগ করি'।

লি তুনের শিল্পকর্মে 'ভালোবাসা' হলো অনন্ত প্রতিপাদ্য। 'প্রজাপতি' নামের গীতিনাট্যে ভালোবাসার জন্য নি:স্বার্থভাবে কাজ করার গল্প তুলে ধরা হয়। 'মা, আমাকে আবার ভালোবাসবেন' নামে গীতিনাট্যে প্রসবকালীন প্রেম বর্ণনা করা হয়। 'তেং লি চুনকে ভালোবেসেন' নামে গীতিনাট্যে গায়ক তেং লি চুনের নিজের কণ্ঠস্বরের মাধ্যমে মানুষের প্রতি উষ্ণতা ও ভালোবাসার কাহিনী ফুটে উঠেছে।

ভালোবাসা কি? লি তুন মনে করেন, ভালোবাসা এক ধরনের বিশ্বাস, একে অপরের প্রতি সহনশীলতা, মানুষের সঙ্গে মানুষ ও মনের সঙ্গে মনের সংলাপ, সম্প্রীতিতে বাস করার এক ধরনের পরিবেশ।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040