Web bengali.cri.cn   
মানবতা ও সত্যের খোঁজে চীনের গীতিনাট্য পরিচালক লি তুন
  2015-10-29 10:48:05  cri

তবে এই বিশ্বে উন্নতিলাভের সিঁড়ি কি আছে? অবশ্যই নেই। যদি এই বিশ্বে উন্নতিলাভের তথাকথিত সিঁড়ি থাকে, তাহলে অবশেষে মাটিতে পড়ে যাবেন। জীবনের প্রতিটি মুহূর্ত ধাপে ধাপে এবং দৃঢ়ভাবে চলে যায়। একটি দিক নির্ধারণ করে মনোযোগ দিয়ে দৃঢ়ভাবে সামনে চলতে হবে। এতে অবশেষে অবশ্যই একটি সুফল পাওয়া যাবে। এই বিষয়টি সবসময়ই বিশ্বাস করুন'।

চীনের গীতিনাট্যাঙ্গনে লি তুনের আরেকটি নাম আছে, তা হলো 'সঙ্গীত পাগল'।

চীনের গীতিনাট্যাঙ্গন প্রতিষ্ঠিত না হওয়ার প্রেক্ষাপটেও তিনি ব্যাপক বরাদ্দ করেন এবং নিজেকে পুরোপুরিভাবে সেখানে যুক্ত করেন। আসলে তিনি যখন কিছু করেন তখন তা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে করেন এবং অবশেষে সাফল্য অর্জন করেন।

মাঝেমাঝে প্রয়োজনীয় স্থানে উত্সাহ, উদ্দীপনা নিয়ে বক্তৃতা দেওয়া ছাড়া,বেশিরভাগ সময়ই লি তুন থাকেন অনেক শান্ত।

তিনি মনে করেন, শান্তভাবে চিন্তা করা খুব প্রয়োজন। তিনি বলেন, 'আমি সবসময়ই পথে চলছি বলে মনে করি। আমার এই বয়সে প্রতিটি কাজ অনেক সাবধানে করতে হবে। কারণ আমার পিছনে একটি দল আছে। এ দলের জন্য চিন্তা-ভাবনা অনেক গুরুত্বপূর্ণ'।

লি তুন সময়কে এক একটি দিন বা এক একটি ঘণ্টা হিসেবে হিসেব করেন না, তিনি এক একটি এক একটি সেকেন্ড হিসেবে হিসেব করেন। প্রতিটি মুহূর্তে তিনি খেয়াল করেন যে, নিজের সময় তিনি কোন কাজে ব্যবহার করেছেন? আজকের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমি কি করছি? প্রত্যেক মানুষেরই নিজেকে এভাবে জিজ্ঞেস করা উচিত ।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040