Web bengali.cri.cn   
মানবতা ও সত্যের খোঁজে চীনের গীতিনাট্য পরিচালক লি তুন
  2015-10-29 10:48:05  cri

লি তুনের ধারণায়, আসলে একজন মানুষ হিসেবে সারা জীবন যতগুলো কাজ করা যায়, তার সংখ্যা বেশি নয়। তবে একটা কাজ অবশ্যই করতে হবে, তা হলো নিজের এবং বেঁচে থাকার মর্মার্থ উপলব্ধি করে সমাজের জন্য কিছু সৃষ্টি করা।

সাক্ষাতকারে সংবাদদাতা জিজ্ঞেস করেন, দশ বছর সময় দিয়ে আপনি 'প্রজাপতি' শিল্পকর্মটি নির্মাণ করেছেন। এই দীর্ঘ সময় নিয়ে শিল্পকর্মটির প্রতি অবিচল থাকা এবং এতগুলো বছর উত্সর্গ করা-এ নিয়ে কি এক মুহূর্তের জন্য আপনার মধ্যে কোনো দ্বিধা কাজ করেনি?

লি তুন সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেন, 'আমি আগে তাইওয়ানের একটি নাটক দেখেছি। এতে একটি কথোপকথন আছে। একজন অন্য একজনকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? অন্য একজন উত্তরে বলেন, আমার জীবন প্রায় শেষ হয়ে যাবে। তিনি বলেন, একটু খেয়াল না করলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রক্রিয়া'।

লি তুন বলেন, 'শিল্পী আসলে কারিগরের মতো। একটি কাজ করার সিদ্ধান্ত নিলে অবশ্যই তা ভালোভাবে করতে হবে। চীনে এখন প্রলোভন অনেক বেশি। অনেকে যখন একটি কাজ করেন, তখন এমন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন যে, এটা মোটামুটি চললেই হলো। এর ফলে কোনো ভালো কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয় না। নিখুঁত একটি কাজ করতে চাইলে অবশ্যই অক্লান্ত পরিশ্রম করতে হবে।

লি তুন মনে করেন, 'বর্তমানে অনেক তরুণ-তরুণী আছেন, যাদের অনেক চিন্তাধারা আছে। তবে চিন্তাধারা বলার পর, তাদের কোনো বাস্তব অভিযান নেই। তারা কি খুঁজছেন? আমি মনে করি, তারা উন্নতিলাভের তথাকথিত সিঁড়ি খুঁজতে চান।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040