Web bengali.cri.cn   
ইরানের চলচ্চিত্র পরিচালক মোহসেন মাখমালবাফ
  2015-06-11 09:02:17  cri

এ চলচ্চিত্রের কাহিনী অবাস্তব একটি দেশে ঘটে। এ দেশের শাসক একজন একনায়ক। তিনি অনেক অত্যাচার চালান বলে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে তাকে উত্খাত করা হয়। তিনি নিজের ছোট নাতিকে নিয়ে নির্বাসনে যেতে বাধ্য হন। নির্বাসনের পথে তিনি স্বচোখে জনগণের নানা ধরনের ঘটনা দেখতে পান।

এ চলচ্চিত্রের সবচেয়ে বড় তাত্পর্য হলো, এতে শুধুমাত্র অত্যাচারের অভিযোগ ছাড়াও, ডাকুদের পর্যালোচনাও করা হয়। চলচ্চিত্রের মাধ্যমে মোহসেন জোর দিয়ে প্রকাশ করতে চান, কেবল শাসককে উচ্ছেদ বা উত্খাত করলেই গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হয় না।

'দ্য প্রেসিডেন্ট' চলচ্চিত্র প্রসঙ্গে মোহসেন বলেন, 'আপনি একজন প্রেসিডেন্ট হলেও আপনার হাতে পরিবর্তন করা জিনিসগুলোর সংখ্যা বেশি নয়। এক মুহূর্ত আগে আপনার সহকারী আপনার জন্য হাততালি দিয়েছেন, কিন্তু এক মুহূর্ত পরেই তারা আপনাকে গ্রেফতার করতে পারেন'। মোহসেন মনে করেন, একটি দেশের কেন্দ্রীয় বিষয় সেদেশের শাসক নয়, বরং সমাজের নীতিমালা, সংস্কৃতি ও নৈতিকতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সরকারকে উত্খাত করলেই মাঝেমাঝে কোনো পরিবর্তন ঘটবে না, সবকিছু আগের মতোই, তথাকথিত আগের চেয়ে আরো খারাপ হবে।

মোহসেন তার চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চান যে, প্রতিশোধ সমাজের জন্য ন্যায় বয়ে আনতে পারে না। আমরা কেবল যেকোনো একজন প্রেসিডেন্টের ওপর নির্ভর করতে পারি না। যে জিনিস আমাদের পরিবর্তন করতে হবে তা হলো সংস্কৃতি।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040