Web bengali.cri.cn   
ইরানের চলচ্চিত্র পরিচালক মোহসেন মাখমালবাফ
  2015-06-11 09:02:17  cri

একবার আফগানিস্তানে চলচ্চিত্র শুটিং করছিলেন মোহসেন। এসময় তাদের শুটিংস্পটে বিমান চলে আসে। সন্ত্রাসীরা বিমান থেকে সেখানে বোমা নিক্ষেপ করে।এই হামলায় একজন নিহত এবং বিশ জনেরও বেশি লোক আহত হন । তবে হামলার ভয়ে থেমে থাকেননি মোহসেন এবং তার দলের সদস্যরা। মোহসেন বলেন, বোমা হামলার পরও আমরা অব্যাহতভাবে শুটিং চালিয়ে যাবো, আমরা অন্য দেশে গিয়ে শুটিং করবো। মোহসেন এ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, সন্ত্রাসীরা হয়তো একজনকে হত্যা করতে পারে কিন্তু তারা সমস্ত সিনেমা হল বাতিল করতে পারবেনা। তারা একজন চলচ্চিত্র পরিচালককে হত্যা করতে পারে, তবে আরো অনেক লোক চলচ্চিত্র পরিচালক হিসেবে আবির্ভূত হবেন।

ইরানে লাখ লাখ চলচ্চিত্র নির্মাতা আছেন। তাদের মধ্যে কোনো কোনো লোককে ইতোমধ্যেই কারাগারে বন্দি করা হয়েছে, কোনো কোনো লোককে চলচ্চিত্র শুটিং করার কারণে অন্য দেশে নির্বাসনে পাঠানো হয়েছে।

অনেক ইরানি বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। গত বছর 'দ্য প্রেসিডেন্ট' নামের চলচ্চিত্রটি শুটিং করার সময় তিনি বেশ কয়েকটি দেশে এসব নির্বাসিত স্বদেশবাসীকে খুঁজে পান । তারা লন্ডনের রাস্তায় শুয়ে থাকেন এবং কখনও কখনও একটি পাউরুটিও খেতে পারেন না।

গত বছর মোহসেনের পরিচালিত নতুন চলচ্চিত্র 'দ্য প্রেসিডেন্ট'-এ অন্য এক রকমের নির্বাসিত ব্যক্তিদের গল্প তুলে ধরা হয়। এতে একজন একনায়ক শাসকের নির্বাসিত জীবনের ঘটনা বর্ণনা করা হয়।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040