Web bengali.cri.cn   
ইরানের চলচ্চিত্র পরিচালক মোহসেন মাখমালবাফ
  2015-06-11 09:02:17  cri



হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ২০১২ সালে শুরু হওয়া 'মহা মাস্টার মাইক্রোফিল্ম' নামের প্রকল্পের মাধ্যমে চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কু ছাং উই, সু আন হুয়া, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কিম তায়ে ইয়োং এবং জাপানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কিইয়োশি কুরোসাওয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

২০১৫ সালে 'মহা মাস্টার মাইক্রোফিল্ম' প্রকল্পের মাধ্যমে ইরানের চলচ্চিত্র পরিচালক মোহসেন মাখমালবাফকে আমন্ত্রণ জানানো হয়। তিনি এই প্রথমবারের মতো চীন সফরে আসেন। সফরে তিনি সঙ্গে করে নিয়ে আসেন তার নির্মিত 'দ্য তেনান্ত' নামের একটি মাইক্রোফিল্ম।

১৯৭৪ সালে ১৭ বছর বয়সী মোহসেনকে একজন পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে কারাবরণ করতে হয়। তখন তিনি নাবালক ছিলেন বলে দেশটির কর্তৃপক্ষ তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। ৫ বছরের জেলখানার জীবন মোহসেনের জীবনদর্শনকে পরিবর্তন করে দেয়। কারাগার থেকে বেরিয়ে তিনি 'ইসলামিক প্রচারণা' নামের এক শিল্পী দলে যোগদান করেন। তখন থেকে তিনি চলচ্চিত্রের মাধ্যমে দেশ রক্ষার পথ বেছে নেন।

১৯৮৫ সালে মোহসেন তার পরিচালিত 'বায়কোত' চলচ্চিত্রের মাধ্যমে সারা বিশ্বের চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন তৈরি করেন। এ চলচ্চিত্রে নির্দিষ্টভাবে তিনি তার কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন। এ চলচ্চিত্রটি প্রসঙ্গে মোহসেন বলেন, আমি আগে কারাগারে থাকতাম। সেখানে আমার বাম পা প্রায়ই বিকলাঙ্গ হয়ে যেতো। সেখানকার অভিজ্ঞতা আমি উন্মোচন করতে চাই।

২০ বছর পর হংকংয়ে তার এই বিখ্যাত শিল্পকর্মের কথা স্মরণ করে তিনি বলেন, কেন আমি নিজের কারাগারের জীবন নিয়ে লজ্জাবোধ করবো? আমি কারাগারে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যুদ্ধ করতাম। আমি তার জন্য গৌরববোধ করি।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040