Web bengali.cri.cn   
আমাদের দৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র 'দ্য ওয়ে হোম'
  2015-03-26 16:14:58  cri

এ চলচ্চিত্র প্রসঙ্গে নারী পরিচালক জেওং হাং লি বলেন, 'দ্য ওয়ে হোম' চলচ্চিত্রটি শুধুমাত্র শিশুদের সাথে সম্পর্কিত একটি চলচ্চিত্র নয়, এটি একটি বড় শহরে আমার, আপনার ও তার গল্পের সঙ্গে সম্পর্কিত।

অনেকে মনে করেন, বাণিজ্যিক উপাদান ছাড়া এমন একটি চলচ্চিত্র আর্ট ফিল্মের আওতায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে আমি সেভাবে মনে করি না। আমার লক্ষ্য হলো উপভোগযোগ্য চলচ্চিত্র শুটিং করা। বাণিজ্যিক চলচ্চিত্র বা আর্ট ফিল্ম যাই হোক না কেন, দর্শকদের পছন্দ করাই হলো আমার বৃহত্তম উদ্দেশ্য।

আসলে এক একটি অবিস্মরণীয় মুহূর্ত দিয়েই গোটা চলচ্চিত্র নির্মাণ করা যায়। অন্যান্য দক্ষিণ কোরীয় চলচ্চিত্রের তুলনায় এই চলচ্চিত্র একটু বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন। জীবনের এক একটি ঘটনাকে ভিত্তি হিসেবে নিয়ে নির্মাণ করা হয় এ চলচ্চিত্র।

চলচ্চিত্রের শুরুতে আমরা দেখতে পাই যে, ছোট সাং উ নানীকে পছন্দ করে না। কারণ তার দৃষ্টিতে নানী অনেক বয়স্ক, বোবা এবং শহরের জীবনযাপন সম্পর্কে একেবারেই অজ্ঞ। আমরা লক্ষ্য করি যে, নাতির প্রতি নানীর যে স্নেহমাখা গভীর ভালোবাসা তা কিন্তু পরিবর্তন হয় না। চলচ্চিত্রে আমরা দেখি, যখন সাং উ বিছানায় স্কেটিং করে, তখন নানী বিছানার পাশেই শান্তভাবে সূচিকর্ম করেন। নানী কিন্তু সাং উ'র স্কেটিংয়ে কোনো বিরক্ত হন না, এমনকি তা বন্ধ করতেও বলেন না। যখন সাং উ ক্লান্ত হয়ে অন্য খেলা শুরু করে, তখন তার স্কেটিং করার কারণে বিছানায় জমা হওয়া ধূলিকণা নানী পরিষ্কার করেন। এখানে একটি কথা উল্লেখ করতে চাই, দক্ষিণ কোরীয় জনগণ সাধারণত মাটিতে রাখা বিছানায় ঘুমান। আমার ধারণা এ বিষয়টি হয়তো অধিকাংশ শ্রোতাই জানেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040