Web bengali.cri.cn   
আমাদের দৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র 'দ্য ওয়ে হোম'
  2015-03-26 16:14:58  cri

চলচ্চিত্রের শেষে নানীর বাড়ি যাওয়ার সেই আঁকাবাঁকা সরু পথ আবার দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে। দেখা যায়, ধীরে ধীরে সেই পথে হেঁটে চলেছেন নানী। আসলে প্রত্যন্ত গ্রামে অবস্থিত নানীর সেই বাড়িটি ভালোবাসা, স্নেহ আর আদরমাখা এক বাড়ি। 'দ্য ওয়ে হোম' চলচ্চিত্রে সংলাপ খুবই কম। তবে প্রধান চরিত্রের ভাবানুভূতির পরিবর্তন ও বিনিময়ের মাধ্যমে আমাদের কাছে জীবনের এক একটি মুগ্ধকর মুহূর্ত উপস্থিত হয় ।

চলচ্চিত্রে নানীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আসলে পেশাগত অভিনেত্রী নন। এর আগে তাঁর অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিলো না। তবে তাঁর স্বাভাবিক অভিনয়ে আমরা গভীরভাবে মুগ্ধ হয়েছি। এ চলচ্চিত্রটি প্রদর্শনের মাত্র এক সপ্তাহের মধ্যে ৩ লাখ ৫০ হাজার দর্শক চলচ্চিত্রটি দেখেন। এই সংখ্যা একই সময়ে হলিউডে উপভোগ করা দর্শকদের সংখ্যা ব্যাপকভাবে ছাড়িয়ে যায়।

এটি এমন এক ধরনের চলচ্চিত্র, যার শুরু দেখে যে কেউ এর পরিণতি বুঝতে পারবেন। তবে এমন একটি সহজ চলচ্চিত্র খুব সহজেই দর্শকের মন জয় করে নিয়েছে। চলচ্চিত্রে ছোট নাতি সাং উ প্রথমে দরিদ্র ও বোবা নানীকে অবজ্ঞা করে এবং পরে ধাপে ধাপে সে নানীর নিঃস্বার্থ ও মহান ভালোবাসায় মুগ্ধ হয়। এই দৃশ্য দেখে সাধারণ দর্শক হিসেবে আমরা খুবই অভিভূত হয়ে পড়ি।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040