Web bengali.cri.cn   
আমাদের দৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র 'দ্য ওয়ে হোম'
  2015-03-26 16:14:58  cri


'দ্য ওয়ে হোম' চলচ্চিত্রে একজন বয়স্ক নানী এবং তাঁর ছোট নাতির মধ্যে ঘটে যাওয়া নানা ধরনের মুগ্ধকর গল্প তুলে ধরা হয়েছে। একদিন গ্রীষ্মকালীন ছুটিতে মা নিজের মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। রেলগাড়ি থেকে নেমে যাত্রীবাহী বাস, তারপর বাস থেকে নেমে আঁকাবাঁকা পর্বত পথ হেঁটে হেঁটে ছোট সাং উকে নিয়ে মায়ের বাড়িতে পৌঁছান মা। আসলে সময়ের অভাবে নিজের সন্তানকে সময় দিতে না পারা এবং একটি ভালো চাকরি খুঁজে বের করার জন্য মা তার সন্তানকে নানীর কাছে রেখে দিতে বাধ্য হন।

একদিকে নানী অনেক বয়স্ক, কথা বলতে পারেন না, অন্যদিকে তিনি লেখাপড়াও জানেন না। কিন্তু সাং উর ছোটবেলা কেটেছে বড় শহরে। শহরের কেএফসি, রঙিন আলো, টেলিভিশন ও বিচিত্র আনন্দ থেকে বিদায় নিয়ে এই প্রত্যন্ত গ্রামে নিজেকে মেলাতে পারে না সাং উ। নিজের মনের সমস্ত খারাপ লাগা সে নানীর কাছে প্রকাশ করে ।

কিন্তু খুব সহনশীল দৃষ্টিভঙ্গি দিয়ে সাং উ'র সব খারাপ মেজাজ সহ্য করেন নানী। দিন দিন নানীর ভালো মন ও ভালো আচরণ বুঝতে পারে সাং উ। ধীরে ধীরে সে গ্রামীণ জীবনে অভ্যস্ত হয়ে উঠে। যখন সাং উ গ্রামীণ জীবনের সাথে অভ্যস্ত হয়ে উঠে তখনই মা সাং উকে নিয়ে সিউল চলে যেতে চান।

বিদায়ের আগের রাতে সাং উ নানীকে অক্ষর শেখানোর চেষ্টা করে। নানীর দৃষ্টিশক্তি ভালো নয় বলে সাং উ নানীর জন্য বাসার সব সুই পিন করে, যাতে নানী সহজেই সূচিকর্ম করতে পারেন। বিদায় নেয়ার সময় নানীর সঙ্গে কথা বলে না সাং উ। বাসে ওঠার পর সে আবার বাস থেকে নেমে আসে। এসময় সে নিজের তৈরি কার্ড উপহার হিসেবে নানীকে দেয়। তারপর খুব দ্রুত সে বাসে গিয়ে উঠে। গন্তব্যের দিকে চলতে থাকে বাসটি ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040