Web bengali.cri.cn   
চীনে প্রদর্শিত প্রথম ব্রাজিলের টিভি সিরিজের নায়িকা লুসেলিয়া স্যান্টোস
  2014-10-16 14:47:07  cri

'৩০ বছর আগে চীন ও ব্রাজিলের মধ্যে টেলিফোনে যোগাযোগ করা দারুণ কঠিন একটি ব্যাপার ছিলো। আমাদের ব্রাজিলিয়ানদের জন্য চীন হলো বিশ্বের অন্য প্রান্তে। চীনের সংস্কৃতি সম্পর্কে আমাদের আদৌ জানাশোনা ছিলো না। অন্য দিকে চীনা জনগণের কাছেও ব্রাজিলের সংস্কৃতি খুব অচেনা ছিলো। যখন চীনের বিভিন্ন জায়গায় 'এসক্রাভা ইসাউরা' প্রচারিত হয় তখন এই টিভি সিরিজ জনগণের সমাদর লাভ করে, ফলে ব্রাজিলের সংস্কৃতি চীনে ছড়িয়ে পড়তে শুরু করে। এটি দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি।'

প্রথম চীন সফরকালে স্যান্টোস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও, পেইচিং, শাংহাই ও সুচৌসহ চীনের অনেক শহর ঘুরে বেড়িয়েছেন। ব্রাজিলে ফিরে যাওয়ার পর তিনি কখনও ভাবেন নি তিনি আবার চীনে আসতে পারবেন। তবে চীনের সঙ্গে তাঁর ভাগ্য যেন ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়ে।

পরবর্তী ৩০ বছরে তিনি ঘন ঘন চীন ও ব্রাজিল আসা-যাওয়া করেন। চীন তাঁর দ্বিতীয় জন্মস্থানে পরিণত হয়।

চীনের 'টিভি গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ড' অর্জনের ৭ বছর পর চীনের সি ছুয়ান টিভি কেন্দ্র স্যান্টোসকে একটি সেমিনারে অংশ নেয়ার আমন্ত্রণ জানায়। এসময় তিনি সি ছুয়ান টিভি কেন্দ্রের সহযোগিতায় একটি তথ্যচিত্র নির্মাণ করার সুযোগ পান। স্যান্টোসের নেতৃত্বে সি ছুয়ান টিভি কেন্দ্রের একদল প্রযোজনা কর্মী ব্রাজিলে গিয়ে 'সুন্দর ব্রাজিল' নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সি ছুয়ান টিভি কেন্দ্রের প্রযোজনার সাথে যুক্ত কর্মীদেরকে নিয়ে ব্রাজিলের ৯টি রাজ্যে গিয়েছি এবং অবশেষে 'সুন্দর ব্রাজিল' নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছি। এই তথ্যচিত্র সি ছুয়ানসহ চীনের অনেক টিভি কেন্দ্রে প্রচারিত হয়। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কার্দোসো যখন চীন সফর করেন তখন এই তথ্যচিত্র ঘন ঘন প্রচারিত হয়। কারণ এটি হলো ব্রাজিল সম্পর্কিত চীনের টিভি কেন্দ্রের নির্মিত এক মাত্র টিভি অনুষ্ঠান।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040