|
||||||||||||||||||||||||||||

|
guangying
|
১৯৮৫ সালে 'চীনা টিভি গোল্ডেন ঈগল অ্যাওয়ার্ড-এর বার্ষিক নির্বাচনে লুসেলিয়া স্যান্টোস ৩০ কোটি ভোট পেয়ে সর্বশ্রেষ্ঠ বিদেশি প্রধান অভিনেত্রী নির্বাচিত হন। এখন পর্যন্ত তিনিই হলেন এই পুরস্কার পাওয়া একমাত্র বিদেশি অভিনেত্রী। ওই পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রসঙ্গে স্যান্টোস বলেন, 'পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিলো অনেক জাঁকজমকপূর্ণ। গোটা স্টেডিয়ামে একটি আসনও খালি ছিলো না। চীনা দর্শকদের অনুরোধে আমি নাচ করেছি এবং গান গেয়েছি। তাঁদের উদ্দীপনায় আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি।'
৮০'র দশকে চীনাদের কাছে ব্রাজিল ছিল একটি সুদূর ও অচেনা দেশ। ব্রাজিলেরও একই ধরনের অবস্থা। চীনের বিভিন্ন জায়গায় 'এসক্রাভা ইসাউরা' টিভি সিরিজের প্রচার দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতাকে গভীর করে এবং দু'দেশের মধ্যকার ব্যবধানও কমিয়ে আনে। এ প্রসঙ্গে স্যান্টোস বলেন,


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |