Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিও ছিও এবং তাঁর 'লস্ট হোম'
  2014-10-16 14:41:43  cri

বহু বছর ধরে ছিও ছিও 'আলোছায়ার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করার' ধারণায় অবিচল রয়েছেন। তিনি ২০১১ সালে এই ধারণা উত্থাপন করেন। ফিল্ম এবং ফিল্মের ভাষার মাধ্যমে এক একটি গল্প প্রকাশ করতে চান তিনি। এসব ফিল্ম প্রদর্শনের মাধ্যমে বিশ্বের ৭০০ কোটি মানুষের পরিবেশ সুরক্ষার চেতনা জাগাতে চান তিনি। এটাই তাঁর দীর্ঘস্থায়ী স্বপ্ন। তিনি স্বীকার করেন, বর্তমানে তথ্যচিত্রের দাপট খুব বেশি নয়। তাঁর ফিল্ম আরো বেশি লোকের ওপর প্রভাব ফেলতে সক্ষম বলে তিনি আশাবাদী। তিনি বলেন, 'আরো বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি। যারা আমার শর্ট ফিল্ম দেখেছেন তাঁরা উপলব্ধি করেছেন যে, আমাদের প্রত্যেকের অবিলম্বে পরিবেশ সংরক্ষণ করা উচিত এবং আশেপাশের ছোটখাটো ব্যাপার থেকেই তা করা উচিত।'

ভবিষ্যতে তিনি নিজের শুটিং করা দু'হাজারেরও বেশি ঘণ্টার ভিডিও আবার সম্পাদনা করে একটি চলচ্চিত্র তৈরি করতে চান, ফলে আরো বেশি লোক বন্যপ্রাণীর ওপর দৃষ্টি রাখতে পারবেন।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040