Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিও ছিও এবং তাঁর 'লস্ট হোম'
  2014-10-16 14:41:43  cri



কোনো কথা নেই, কোনো ব্যাখ্যা নেই, মাত্র ১২ মিনিট ২১ সেকেন্ডের একটি দৃশ্য, সঙ্গে আবহ সঙ্গীত। আর এরই মাধ্যমে দর্শকদের কাছে প্রদর্শিত হয় প্রাকৃতিক পরিবেশের ওপর মানবজাতির নিষ্ঠুর আচরণ ও আঘাত।

এটি হলো ২০১৪ সালের 'ওয়ার্ল্ড মাউন্টেইন ডকুমেন্টরি ফেস্টিভাল' এর প্রকৃতি বিষয়ক শর্ট ফিল্ম প্রতিযোগিতার জন্য মনোনীত একটি ফিল্ম। নাম 'লস্ট হোম'।

বন্যপ্রাণী প্রসঙ্গে চীনের প্রথম শর্ট ফিল্ম হিসেবে 'লস্ট হোম' ২০১২ সালে চীনের ইন্টারনেটে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

ছিও ছিও একজন চলচ্চিত্র পরিচালক, বিশেষ করে একজন গণকল্যাণমূলক চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবার কাছে পরিচিত তিনি।

পেইচিং ফিল্ম একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি নিজের বাড়ি ও গাড়ি বিক্রি করে ৮০ লাখেরও বেশি রেনমিনপি ব্যয়ে প্রকৃতি সম্পর্কিত দু'হাজারেরও বেশি ঘণ্টার ভিডিও চিত্র নির্মাণ করেন।

অবশেষে এসব ভিডিও চিত্র থেকে ১২ মিনিট ২১ সেকেন্ডের একটি গণকল্যাণমূলক শর্ট ফিল্ম 'লস্ট হোম' সম্পাদনা করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040