Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিও ছিও এবং তাঁর 'লস্ট হোম'
  2014-10-16 14:41:43  cri

'লস্ট হোম' শর্ট ফিল্মটি প্রকাশ্যে প্রদর্শিত হওয়ার পর পরই তা অনেক পরিবেশ-বান্ধব ব্যক্তি এবং ইন্টারনেট ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। চীনের বিখ্যাত ওয়েবসাইট ইউখুতে এই শর্ট ফিল্মের ক্লিক হার ৩৬ লাখেরও বেশি ছাড়িয়ে গেছে। অবশ্য ফুল ও হাততালি পাওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহের বাক্যও শুনতে হয়েছে ছিও ছিওকে। তিনি বলেন, 'আমার এই শর্ট ফিল্মে ডিমের মর্মান্তিক দৃশ্য আছে। হঠাত করে কোনো একজন পাখির ডিম ভেঙ্গে ফেলে। আমার ক্যামেরায় কাকতলীয়ভাবে এই দৃশ্যের শুটিং করা হয়। ইন্টারনেটে 'লস্ট হোম' শর্ট ফিল্মটি প্রদর্শনের পর অনেকে আমাকে অভিযোগ করেন যে, এই পরিচালক নিজের পছন্দসই দৃশ্য শুটিং করার জন্য পাখির ডিম ভেঙ্গে ফেলেছেন। তাঁরা মনে করেন, আমার পরিচিত কোনো একজন সেই পাখির ডিম ভেঙ্গে ফেলেন। যখন আমি আমার এই শর্ট ফিল্মটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পর্যালোচকদের কাছে পাঠাই, তখন তাঁরা মনে করেন, আমার এই দৃশ্য আগে মোতায়েন করার প্রেক্ষাপটে শুটিং করা হয়েছে। আমার উত্তর হচ্ছে, আমি এবং আমাদের দলের ধারণা হলো আলোছায়ার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করা। কোনো দৃশ্য শুটিং করতে না পারলেও আমরা প্রকৃতির কোনো প্রাণীর ক্ষতিসাধন করবো না।'

এসব সন্দেহমূলক বাক্য প্রসঙ্গে ছিও ছিও স্বীকার করেন যে, প্রথমে তিনি এ বিষয়ে একটু খেয়াল করতেন। তবে এখন তিনি এমন ধরনের সমালোচনা উপেক্ষা করেন। চলতি বছর হলো তাঁর শর্ট ফিল্মটি নির্মাণের সপ্তম বার্ষিকী। তবে তাঁর মনে তিনি শর্ট ফিল্মটি নির্মাণের সময় যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনও ভাবেন না। তিনি অন্যদের দৃষ্টি উপেক্ষা করতে শিখে ফেলেছেন এবং নিজের কাজটি অনেক ভালোভাবে করতে চান। তিনি বলেন, 'অন্য মানুষ কিভাবে কি ধরনের দৃষ্টিতে আমাকে দেখেন, আমি এখন খেয়াল করবো না। আমি নিজের অবস্থানে জিদ ধরি। আমি মনে করি, আমার কাজ সঠিক, তা যথেষ্ট।'

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040