Web bengali.cri.cn   
American dreams in china
  2014-07-10 11:03:09  cri

চীনে একটি কথা আছে। তা হলো 'বিপদ একা একা আসে না কিন্তু পরম সুখ সবসময় একা একা আসে'। এদিকে যুক্তরাষ্ট্র তাদের এডুকেশনাল টেস্টিং সার্ভিস, অর্থাত্ ইটিএস কপিরাইট লঙ্ঘন করার জন্য 'নতুন স্বপ্ন' স্কুলের বিরুদ্ধে মামলা করে। কারণ 'নতুন স্বপ্ন' স্কুলের ব্যবহৃত কোনো কোনো শিক্ষা-উপকরণ ইটিএসের অনুমোদন পায়নি। আসলে তাঁরা অনেক আগেই ইটিএসের পাঠ্যপুস্তক ব্যবহারের আবেদন করেন, তবে অনুমোদন সময়মতো দেওয়া হয়নি।

এই মামলার কারণে ছেং তোং ছিং, মোং সিও চুন ও ওয়াং ইয়াং এ তিন'জন ভালো বন্ধু আবার একত্রে মিলিত হন। তাঁরা একসাথে যুক্তরাষ্ট্রে গিয়ে সম্মিলিতভাবে ইটিএসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। অবশেষে ইটিএসের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে মামলাটি নিষ্পত্তি করা হয়। তাঁদের এবারের যুক্তরাষ্ট্র সফরকালে 'নতুন স্বপ্ন' স্কুল সুষ্ঠুভাবে বাজারে ছাড়িয়ে দেয়া হয়। তাঁদের তিন'জনের মৈত্রীও ফিরে আনা হয়।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040